‘ম্যায় হু না’ ছবির অডিশনে যে কাণ্ড করেছিলেন রাখি

২০০৪ সালে মুক্তি পায় শাহরুখ খান এবং সুস্মিতা সেন অভিনীত ছবি ম্যায় হু না। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি। সম্প্রতি এই ছবির বিষয়ে একটি অজানা তথ্য প্রকাশ্যে আনলেন ফারাহ খান। জানালেন এই ছবির জন্য রাখি সাওয়ান্ত কীভাবে অডিশন দিতে এসেছিলেন।

পরিচালক ফারাহ খান জানান, দার্জিলিংয়ে যখন ম্যায় হু না ছবির শ্যুটিং শুরুর দুদিন পর সেখানে এসে হাজির হন রাখি সাওয়ান্ত। তবে পরিচালক জানান, তারা ততদিনে অন্য আরেকজন অভিনেত্রীকে বেছে নিয়েছেন সেই চরিত্রের জন্য। কিন্তু সেই অভিনেত্রীর মায়ের চাওয়ায় ফারাহ খান রাখি সাওয়ান্তের একটি পরীক্ষা নেন।

অডিশনে রাখি সাওয়ান্ত একটা বিকিনির উপর বোরখা পরে এসেছিলেন। এসেই তিনি সবাইকে চমকে দিয়ে বোরখা খুলে ফেলেন। অডিশনে এমন চমক দেওয়ার পরও সঙ্গে সঙ্গেই তাকে রাখিকে তার চরিত্র দেওয়া হয়নি। কারণ রাখির তখন কমলা রঙের চুল ছিল। এরপর শ্যুটিংয়ের জন্য সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়েন কীভাবে রাখির কমলা রঙের চুল ঢাকা যায়। তবে রাখি চাইতেন তার রঙিন চুল দেখাতে। শেষ পর্যন্ত সেটাই হয়।

ফারাহ জানান, রাখি সাওয়ান্তের সঙ্গে কাজ করা মানেই দারুণ মজা। রাখি এই ছবির শ্যুটিংয়ের সময় একটাই আবদার করেছিলেন যাতে তাকে শাহরুখের পাশে বা পিছনেই দাঁড় করানো হয় কোনো গানের শ্যুটিংয়ের সময়। তাতেই খুশি রাখি।

প্রসঙ্গত, ২০০৪ সালে মুক্তি পাওয়া ম্যায় হু না ছবিতে শাহরুখ খান, সুস্মিতা সেন ছাড়াও অমৃতা রাও, জায়েদ খান, সুনীল শেট্টির অভিনয় করেছিলেন। বক্স অফিসে দারুণ হিট  করে ছবিটি।

পিএইচ