মাত্র ১৯ বছরেই ‘দঙ্গল’ অভিনেত্রীর মৃত্যু, যা বললেন তার বাবা
মাত্র ১৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমির খানের ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী সুহানি ভাটনাগর। যিনি এই সিনেমায় আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন।
সুহানির মৃত্যুর পর ভারতীয় সংবাদমাধ্যমের দাবি ছিল, ভুল চিকিৎসায় মারা গেছেন এই অভিনেত্রী। কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ভিন্ন তথ্য। সুহানির বাবা জানালেন, বিরল চর্মরোগের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা গেছেন তাদের মেয়ে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমকে সুহানির বাবা পুনীত ভাটনাগর জানান, ডার্মাটোমায়োসাইটিস নামের বিরল এক রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এই রোগের একমাত্র চিকিৎসা হিসেবে স্টেরয়েড দেয়া হয়েছিল। স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়।
পুনীত বলেন, ‘তার হাতে দুই মাস আগে একটি লাল দাগ দেখা গিয়েছিল। আমরা ভেবেছিলাম অ্যালার্জি। ফরিদাবাদের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করি আমরা। কিন্তু কেউ রোগ ধরতে পারেননি। তার অবস্থা খারাপ হতে থাকলে আমরা তাইকে এইমসে ভর্তি করাই। কিন্তু কোনো উন্নতি ছিল না এবং তার ফুসফুস বিকল হয়ে গিয়েছিল অতিরিক্ত তরল জমে।’
‘দঙ্গল’ ছবিতে আমির খান মহাবীর সিং ফোগাটের মেয়ে ববিতা ফোগাটের (ছোটবেলা) চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
এনএইচ