রূপালী পর্দার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। এপার বাংলা কিংবা ওপার বাংলা কোথাও কমতি নেই তার জনপ্রিয়তার। চলচ্চিত্রকে ছাপিয়ে এবার দেশের রাজনীতির মাঠে নৌকা প্রতীকে ঝড় তুলছেন তিনি।  

ভোটার সমর্থক এবং কর্মীরা এক পলক দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তার নির্বাচনী প্রচারণায়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আল নূর প্রোপার্টি বিল্ডার্স লি: আয়োজিত রাজধানীর হাজারীবাগ থানার শেরে বাংলা রোড, মনেশ্বর রোড, তল্লাবাগ এবং মিতালী রোড এলাকাবাসীর সাথে মতবিনিমিয় করেন ফেরদৌস। সেখানেও প্রিয় নায়ক ও নৌকার কান্ডারীকে কাছ থেকে দেখতে কয়েক হাজার ভোটার ভিড় জমান।

তাদের উদ্দেশে ফেরদৌস বলেন, দেশের এবং ঢাকা-১০ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই। এত রাতে নৌকার জন্য কষ্ট করে, শীত উপেক্ষা করে আপনারা উপস্থিত হয়েছেন, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি নির্বাচিত হলে স্থানীয় যেসব সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। আমি আপনাদেরই সন্তান। সবসময় আপনাদের পাশে থাকতে চাই। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ, হাজারীবাগ ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দিলজাহান ভূঁইয়া। অনুষ্ঠানে আল নূর প্রোপার্টি বিল্ডার্স লি:-এর ব্যবস্থাপনা পরিচালক মাহেনুর আক্তারসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবারই প্রথম নির্বাচন করছেন। তিনি ঢাকা-১০ (ধানমণ্ডি, হাজারীবাগ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। নতুন প্রার্থী হলেও ফেরদৌসের রাজনৈতিক যোগাযোগ তার স্ত্রীর সূত্রে। তার শশুর আলী রেজা রাজু যশোরে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। গত কয়েক বছর ফেরদৌস নিজেও আওয়ামী লীগের হয়ে মাঠে ছিলেন।

এনএইচ