সদ্য মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমাকে ঘিরে আলোচনা-সমালোচনা দুটোই চলছে। কেউ এই ছবির গল্পের প্রশংসা করেছেন আবার কারো মতে, সিনেমায় উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদযাপন দেখানো হয়েছে। 

বিশেষ করে ‘অ্যানিমেল’ সিনেমায় উদ্দাম যৌনতা আলোচনায় ছিল ছবিটি মুক্তির আগ থেকেই। এ প্রসঙ্গে সবচেয়ে চর্চিত নাম ছিল অভিনেত্রী তৃপ্তি ডিমরি। যিনি সিনেমায় জোয়া চরিত্রে অভিনয় করেছেন।

‘অ্যানিমেল’ মুক্তির পরেই ভারতজুড়ে দারুণ জনপ্রিয়তা বেড়েছে তার। বিশেষ করে সিনেমায় রণবীরের সঙ্গে নগ্নতার দৃশ্যে কিংবা অভিনেতার জুতায় জিভ ছোঁয়ানো সংলাপ তৃপ্তিকে বিতর্কের মুখে ফেলেছে বারবার। 

বিষয়টি নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন তিনি। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন, ‘আমি নিজের ইচ্ছেয় অভিনেত্রী হতে চেয়েছি। কেউ আমায় জোর করেনি, বাধ্যও করেনি। আমি এখানে কাজ করতে চেয়েছি কারণ এটা আমার ভালো লাগার জায়গা, কাজটা করে আমি আনন্দ পাই। আর যখন অভিনয় করি তখন আমি সেই চরিত্রটা হয়ে উঠি।’

রণবীরের জুতায় জিভ ছোঁয়ানো বিতর্কিত দৃশ্য নিয়ে তৃপ্তি বলেন, ‘রণবীরের চরিত্রটি এমন একজন মানুষের যে নিজের স্ত্রী, বাবা, সন্তানকে খুন করতে চায়। কিন্তু এই চরিত্রটি যে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে সেটা মনে রাখতে হবে।’

তবে তৃপ্তি ডিমরিকে এর আগে দর্শকরা ‘বুলবুল’ বা ‘কলা’ ছবিতে যে চরিত্রে দেখেছেন সেখানে থেকে এই চরিত্রটা অনেকটাই আলাদা। অভিনেত্রীর মতে, ‘আমার করা চরিত্র বা আমার সহ-অভিনেতার করা চরিত্র সবটাই কিন্তু আদতে মানুষের চরিত্রের বিভিন্ন দিক। মানুষের চরিত্রের কিন্তু ভালো-মন্দ দুটো দিকই থাকে। তাই একজন অভিনেতা ভালো এবং মন্দ দুই ধরনের চরিত্র করার জন্য প্রস্তুত থাকা উচিত।’

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে অ্যানিম্যাল। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে তৈরি সিনেমাটি নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অভিনয়ে রয়েছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

এনএইচ