ব্যর্থ হয়ে ক্যারিয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক
‘রিফিউজি’র সফলতার পর অনেক দিন বক্স অফিসে হিট কোনও সিনেমা নেই অভিষেক বচ্চনের। পর পর এক ডজন সিনেমা ফ্লপের কারণে এই অভিনেতার সমলোচনা করছেন দর্শকরা। যোগ্য বাবার উত্তরসূরী হতে না পারার কষ্ট নিয়ে তিনি সিনেমার ক্যারিয়ার প্রায় ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন।
কিন্তু বাবা অমিতাভ বচ্চন ক্যারিয়ার না ছাড়ার পরমার্শ দিয়েছিলেন। সম্প্রতি হর্ষদ মেহতার জীবনীনির্ভর টিভি সিরিজ ‘বিগ বুল’-এর প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। এর সাফল্য নিয়ে আরজে সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার ক্যারিয়ারে নিজের বাবার ভূমিকা নিয়ে এসব কথা বলেন। জীবনে কীভাবে আশার আলো দেখিয়েছেন অমিতাভ বচ্চন সে প্রসঙ্গেও কথা বলেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, ‘মিডিয়ার ক্যারিয়ারে ব্যর্থতা জীবনের অনেক কঠিন সময়। আমি যখন সিনেমায় অভিনয় শুরু করি সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না। তবে সংবাদমাধ্যমে আমাকে নিয়ে যে সমালোচনা হয়েছে তা পড়তাম। অনেকে আবার আমার ব্যাপারে বলেছেন যে আমি অভিনয় জানি না।’
তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে যখন এক ডজন সিনেমা ফ্লপ হলো তখন সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম। মনে করেছি, এই পেশা নির্বাচন করা আমার ভুল ছিল। যখন আমি বাবার কাছে সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে জানাতে গেলাম তখন তিনিই আমাকে সাহস দিয়েছেন। বলেছিলেন, হাতের সামনে সব পেয়ে যাবে বলে আমি তোমাকে বড় করিনি। রোদের মধ্যেই তোমাকে জমি খুঁজে পেতে হবে। অভিনেতা হিসেবে তুমি অনেক উন্নতি করছো।’
এইচএকে/এমআরএম