বলিপাড়ার সম্ভ্রান্ত যুগলদের মধ্যে অন্যতম জাভেদ আখতার ও শাবানা আজমি। প্রায় চার দশকের সংসার তাদের। হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের পর ১৯৮৪ সালে শাবানাকে বিয়ে করেন বলিউডে এই জনপ্রিয় গীতিকার।

এর আগে নাকি অন্য এক বান্ধবীর প্রেমে পড়েছিলেন জাভেদ। সেই প্রেমিকাকেই নাকি নিজের জীবনসঙ্গী হিসাবে পেতে চেয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অসমাপ্ত প্রেমের গল্প শোনান গীতিকার নিজেই।

১৯৭২ সাল থেকে হানি ইরানির সঙ্গে সংসার জাভেদের। হানির সঙ্গে সংসার করাকালে দুই সন্তানের বাবাও হন জাভেদ। ফারহান আখতার ও জোয়া আখতার। তবে হানি ইরানির সঙ্গে জাভেদের দাম্পত্যজীবন টেকে ১৩ বছর। তার মাঝেই অন্য এক বান্ধবীর প্রেমে পড়েছিলেন এই গীতিকার। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ জানান, ১৯৭৭ সালে রাজেশ খন্নার ‘ত্যাগ’ ছবির সেটে জোস্যান নামে এক ফরাসি নারীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তার। জোস্যানের সঙ্গে প্রায় প্রতি দিনই সময় কাটাতেন জাভেদ। ধীরে ধীরে প্রেমে পরিণত হয় সেই বন্ধুত্ব। যুবক জাভেদ বিয়েও করতে চেয়েছিলেন জোস্যানকে। যদিও তা আর হয়নি। নিজের দেশে ফিরে যান ওই বিদেশিনী। 

অপরদিকে সম্প্রতি এক অনুষ্ঠান সূত্রে প্যারিসে গিয়ে ফের সেই জোস্যানের সঙ্গে দেখা হয় জাভেদের। তিনি বলেন, ‘৩৮ বছর পরও একটা গলা শুনতে পেয়ে আমার স্মৃতি উজ্জ্বল হয়ে উঠেছিল।’ প্রায় চার দশক পরে তরুণ বয়সের বান্ধবীর সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত হন জাভেদ। ফ্রান্সে জোস্যানের পরিবারের সঙ্গেও দেখা করেন। প্রিয় বান্ধবীর সন্তানদের জন্য উপহারও নিয়ে গিয়েছিলেন তিনি।

এমএসএ