দীর্ঘ ১১ বছর পর র‌্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত এই তারকা বহুদিন পর ক্যামেরার সামনে হাজির হয়েই কটাক্ষের শিকার হলেন। 

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হন বিপাশা। র‌্যাম্পে হাঁটার বেশ কিছু ভিডিও নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেন। যা দেখে নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। কিন্তু একদল মানুষ নায়িকাকে কটাক্ষও করেছেন। 

তাদের কারো প্রশ্ন, ‘কীভাবে ক্যাট ওয়ার্ক করতে হয় তা কি সে ভুলে গেছে?’ কারো মন্তব্য, ‘ক্যাট ওয়ার্কের আগে মর্নিং ওয়ার্ক করুন।’ কেউ আবার নায়িকাকে ‘হাতি’, ‘গণ্ডার’-এর সঙ্গে তুলনা করেও মন্তব্য করেছেন। 

এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। মা হওয়ার পরই ওজন বেড়ে গেছে তার। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান।

মডেল হিসেবে মুম্বাইয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণ গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা।

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। তাদের সংসারে রয়েছে একটি ফুটফুটে সন্তান।

এনএইচ