‘জওয়ান’ সিনেমা দিয়ে বিশ্বজুড়ে রীতিমতো বাজিমাত করেছেন বলিউড কিং শাহরুখ খান। গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত এ সিনেমা। তার আগে জুলাই মাসে মুক্তি পেয়েছিল সিনেমার ‘প্রিভিউ’। সেখানেই ঝলক দেখা গিয়েছিল শাহরুখের একাধিক রূপের। কখনো ন্যাড়া মাথা, কখনো আবার ব্যান্ডেজ জড়ানো রূপে ধরা দিয়েছিলেন বলিউড বাদশা।

সেই সব লুকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল শাহরুখের মাস্ক পরা চেহারা। তখন শোনা গিয়েছিল, হলিউডের জনপ্রিয় এক ছবি থেকে নাকি ‘জওয়ান’ সিনেমায় ওই লুক হুবহু নকল করেছেন পরিচালক। আসলেই কি তাই? ‘জওয়ান’ মুক্তির সপ্তাহ দুয়েক পরে অবশেষে সেই অভিযোগের জবাব দিলেন অ্যাটলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাটলি জানান, অভিযোগের বিষয়টি তার জানা রয়েছে। তিনি বলেন, ‘আমি আমার সিনেমাতে একজন অভিনেতার মুখ ঢাকতে চেয়েছি, যাতে পরের দিকে তার লুক প্রকাশ্যে আনতে পারি। সেক্ষেত্রে কেমন ধরনের মাস্ক আমি ব্যবহার করব? আমি এক রকমের নয়, একাধিক রকমের মাস্ক ব্যবহার করেছি। কারণ আমার সিনেমাটাই আদতে মাস্ক নিয়ে। সিনেমাতে একের পর এক ঘটনার মাধ্যমে ওই চরিত্রের পরিচয় সামনে আসে। আমার প্রোডাকশন ডিজাইনার তেমনভাবেই সব মাস্ক ডিজাইন করেছেন। এদের মধ্যে কোনো একটা নকশা দেখে যদি কারও বেনের (ব্রুস বেন) কথা মনে পড়ে, তাতে আমার কোনো আপত্তি নেই। এটা একটা ভালো তুলনা।’

শুধু মাস্ক নয়, ‘জওয়ান’র একাধিক অ্যাকশন দৃশ্যের মৌলিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তার উত্তর দিতে গিয়ে অ্যাটলি বলেন, ‘শাহরুখ ও দীপিকার অ্যাকশন দৃশ্য নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমার নিজের একটা ছবি আছে ‘মেরসল’, তাতেও কুস্তির দৃশ্য ছিল। ‘জওয়ান’-এও রয়েছে। তাতে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না, দুটোই তো আমারই ছবি।’

অ্যাটলির কথায়, ‘লোকজন বহু দিন ধরে আমার সমালোচনা করে এসেছেন। আমাকে আদালতে পর্যন্ত যেতে হয়েছে। কিন্তু আমি সততার ওপর ভর করে লড়েই জিতেছি।’

এ পর্যন্ত বিশ্বজুড়ে বক্স অফিসে ৯৫০ কোটির টাকার বেশি ব্যবসা করেছে ‘জওয়ান’। ১০০০ কোটির মাইলফলক পেরোনো যে স্রেফ সময়ের অপেক্ষা, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

/এসএসএইচ/