বলিউডে ছিল না কোনও গডফাদার। অভিনয় আর প্রতিভার জোরে ‘স্টার’ তকমা পেয়েছিলেন অল্প সময়েই। তিনি অভিনেতা সাইনি আহুজা।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উল্কা গতিতে উত্থানের পর আচমকাই ধসে যায় গ্যাংস্টার, লাইফ ইন এ মেট্রো, ভুলভুলাইয়া-র মতো হিট সিনেমা উপহার দেওয়া এই নায়কের ক্যারিয়ার। 

২০০৯ সালে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে বলিউডের সেই সময়ের জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে। এর তিন বছরের মধ্যেই শেষ হয়ে যায় সাইনির ঝলমলে ক্যারিয়ার। 

আরও পড়ুন- মারা গেলেন জনপ্রিয় অভিনেতা, বলিউডে শোক

ধর্ষণের অভিযোগের ভিত্তিতে ২০০৯ সালের ১৪ জুন গ্রেফতার হন সাইনি আহুজা। তার বিরুদ্ধে গৃহপরিচারিকার অভিযোগ ছিল, স্ত্রী বাপের বাড়ি যাওয়ার সুযোগে ফাঁকা ফ্ল্যাটে তাকে ধর্ষণ করেছেন অভিনেতা। 

সেই মামলায় ২০১১ সালে দোষী সাব্যস্ত হন এ্ই তারকা। সাত বছরের জেল হয় তার। কিছুদিন জেলে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত সাইনি। তবে শর্তসাপেক্ষে দেওয়া সেই জামিনে বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে তাকে। 

জামিন মিললেও বলিউডে আর ঘুরে দাড়াতে পারেননি সাইনি। সর্বশেষ ২০১৫ সালে ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে ছোট্ট একটা চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এরপর পুরোপুরি পর্দার আড়ালে চলে যান তিনি। 

এনএইচ