চারদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বাংলাদেশের মতো ভারতেও আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর সংক্রমণ। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জ্বরের কারণে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন এই অভিনেত্রী। এক ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের সতর্ক থাকতে বললেন জেরিন খান।

মুম্বাইয়ে স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে ১৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ১৩ আগস্ট পর্যন্ত এ সংখ্যা ৩১৭ জনে দাঁড়িয়েছে। কিছুদিন আগে ‘বিগ বস ওটিটি ২’র ফাইনালিস্ট অভিষেক মালহানও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। যার কারণে গ্রান্ড ফিনালের পর্বে থাকতে পারেননি তিনি।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল ২’, ‘ওয়াজা তুম হো’, ‘বীরাপ্পান’, ‘আকসার ২’ এবং ‘১৯২১’-এর মতো চলচ্চিত্রগুলোতে দেখা গেছে তাকে।

গুঞ্জন শোনা যাচ্ছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘দরদ’ সিনেমায় দেখা যেতে পারে বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রীকে। যেটি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দেওয়া হবে। বাংলা ছাড়াও ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি দেওয়া হবে। সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন।

কেএইচটি