দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদের মতো ঝড় সামলেও চলচ্চিত্রে নিজের সেরাটা দিয়ে গেছেন তিনি। 

সর্বশেষ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে নিজের অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ় ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণেও কাজ করছেন তিনি। 

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার আরও একটি সিনেমা ‘খুশি’। যেখানে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। 

এদিকে হাতের সব কাজ শেষ করে এক বছরের জন্য বিরতি নিয়েছেন সামান্থা। এসময় নিজের স্বাস্থ্যের দিকেই মনোযোগী হবেন তিনি। এরই মাঝে সামাজিক মাধ্যমে দেখা মিলেছেন নায়িকার নতুন রূপ। 

লম্বা চুল কেটে ছোট করে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। হাসিমাখা মুখে অবসর সময়টা যে বেশ উপভোগ করছেন এই তারকা, সেটা স্পষ্ট নতুন এই ছবিতেই। 

সামান্থার নতুন এই লুকের অনেকেই প্রশংসা করেছেন। আবার অনেকেই প্রশ্ন করেছেন, অসুস্থতার কারণেই কি এই রূপ বদল অভিনেত্রীর? যদিও সেসব প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। 

উল্লেখ্য, গত বছর থেকেই মায়োসাইটিস নামক এক রোগের শিকার সামান্থা। পেশিপ্রদাহজনিত এই রোগের কারণে একাধিকবার হাসপাতালেও যেতে হয়েছে তাকে। সেই রোগের চিকিৎসার কারণেই অভিনয় থেকে বিরতি নিচ্ছেন অভিনেত্রী। 

জানা গেছে, আমেরিকায় অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্যে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান তিনি। চিকিৎসার পিছনে কয়েক কোটি রুপি খরচ হলেও সুস্থ হয়ে উঠতে বদ্ধপরিকর সামান্থা।

এনএইচ