আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত প্রথম তেলেগু সিনেমা ‘এলজিএম’ (লেটস গেট ম্যারিড)। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এই সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারেন ধোনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিশ্বকাপজয়ী অধিনায়কের ভক্তরা ব্যাপক আগ্রহ-উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে। 

জানা গেছে, এই ছবির গল্প একটি পারিবারিক পুরুষকে ঘিরে। যে তার ভাবী-স্ত্রী এবং মায়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। রোমান্স, কমেডি আর উত্তেজনায় ভরপুর এই ছবির ট্রেলার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে হরিশ কল্যাণ ও ইভানাকে। এছাড়াও পার্শ্ব চরিত্রে থাকবেন অভিনেত্রী নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়। সিনেমাটি পরিচালনা করেছেন রমেশ থামিলমানি।

এর আগে চেন্নাইয়ে ছবিটির অডিও ও ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হয়। যেখানে ধোনি বলেছিলেন, মেয়ের সাথে দেখতে পারেন এমন সিনেমা বানিয়েছেন তিনি। 

ধোনি বলেন, ‘এই ছবির অভিনেতারা দুর্দান্ত কাজ করেছেন। এটি একটি পারিবারিক বিনোদনমূলক ছবি। আমি আমার মেয়ের সাথে এটি দেখতে পারি। ওর বয়স চার বছর, কিন্তু সিনেমাটি দেখলে সে আনন্দ পাবে’।

এনএইচ