টানা ৯ দিন হাসপাতালে মৌনি রায়, কী হলো অভিনেত্রীর?
টানা নয় দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। এক পোস্টে নিজেই জানিয়েছেন সে কথা। সঙ্গে দিয়েছেন একাধিক ছবিও। সেখানে হাতে স্যালাইন, শুকনো মুখ ও রুগ্ণ চেহারায় তাকে দেখা গেছে।
কয়েকদিন আগে দুবাই যাওয়ার সময়ে পাসপোর্ট না আনায় নিরাপত্তারক্ষীরা প্রবেশপথে আটকে দিয়েছিলেন তাকে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। এবার হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানালেন অভিনেত্রী। হঠাৎ কী হলো মৌনির?
বিজ্ঞাপন
এই বলিউড অভিনেত্রী ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই জানিয়ে দিলেন যে, টানা নয় দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্যালাইনও চলেছে। আপাতত হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসেছেন মৌনি রায়। স্বাভাবিকভাবেই ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেত্রীর কাছ থেকে এমন খবর পেয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। সেখানেই অনেকেই মৌনির অসুস্থতার কারণ জানতে চেয়েছেন।
কেন হাসপাতালে এক সপ্তাহের বেশি কাটাতে হয়েছে, কোন শারীরিক সমস্যা নিয়ে– এ নিয়ে মুখ না খুললেও মৌনি রায় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নয় দিন ধরে হাসপাতালে, যা কিছু জানি তার চেয়েও গভীর নীরবতায় আমি অভিভূত। বাড়ি ফিরতে পেরে খুব খুশি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। এটাই ভালো। সুখী, স্বাস্থ্যকর জীবনের মূল্যই বেশি। আমার প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, যারা এসময়ে আমার সঙ্গে সময় কাটিয়েছে, আমার খেয়াল রেখেছে। আমার আরোগ্য কামনা করে পাশে থেকেছে।’ পাশাপাশি স্বামী সূর্য নাম্বিয়ারকেও মৌনি ধন্যবাদ জানিয়েছেন সব সময় পাশে থাকার জন্য।
মৌনির পোস্টে ঝড়ের গতিতে এসেছে আরোগ্য বার্তা। তার দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন দিশা পাটানি, ম্রুণাল ঠাকুর, নিয়া শর্মা, দিশা পারমার, পুলকিত শর্মা থেকে সায়ন্তী ঘোষ, মাশাবা গুপ্তার মতো অনেক বলিউড তারকাই। টলিপাড়ার বন্ধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও আরোগ্য কামনা করে লিখলেন, ‘তোমাকে ভালোবাসি।’
/এসএসএইচ/