বলিউডে এবার থ্রিডি প্রযুক্তিতে নির্মিত হতে যাচ্ছে ‘রামায়ণ’। সিনেমায় রাম ভূমিকায় অভিনয় করবেন তেলেগু মহাতারকা মহেশ বাবু। অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে সীতার চরিত্রে। 

এরইমধ্যে ব্যাপক আলোচনায় এসেছে মধু মনটেনার এই স্বপ্নের প্রজেক্ট। যার অন্যতম কারণ এর বাজেট। ৩০০ কোটি রুপিতে নির্মিত হবে এই সিনেমা। 

কিন্তু বলিউডে এত নামজাদা অভিনেতা থাকতে মধু মনটেনা কেন তেলেগু তারকাকে বেছে নিচ্ছেন। সেই প্রশ্ন উঠেছে ইন্ডাস্ট্রিতে। মধু জানান, রামের চরিত্রে এমন কোনও তারকাকে প্রয়োজন যার মুখে সারল্য আছে।

মহেশ বাবু

তেলেগু ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হলেও মহেশ বাবু সে ভাবে হিন্দি সিনেমার সঙ্গে যুক্ত নন। তার মধ্যে একটা ফ্রেশনেস আছে বলেই তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। মহেশ এরইমধ্যে চিত্রনাট্য পড়েছেন এবং তিনি এ বিষয়ে ইতিবাক। যদিও এখনও চূড়ান্ত কিছু জানাননি।

মহেশের আগে এই সিনেমায় অভিনয়ের কথা ছিল হৃতিক রোশানের। কিন্তু পরবর্তীতে খবর প্রকাশ পায়, হৃতিককে দেখা যাবে রাবনের চরিত্রে।

দীপিকা পাড়ুকোন

তেলেগু ইন্ডাস্ট্রিতে ব্যাপক ব্যস্ততা কাটছে মহেশ বাবুর। সেগুলো শেষ না হলে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না তিনি। তাই তার সঙ্গে চুক্তি হওয়ার পরই ‘রামায়ণ’ প্রসঙ্গে বিস্তারিত জানাবেন মধু।

অন্যদিকে দীপিকা বর্তমানে ব্যস্ত আছেন ‘পাঠান’-এর শুটিং নিয়ে। যেখানে দীর্ঘদিন পর শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে। 

এমআরএম