নিজের জেলজীবনের গল্প নিয়ে সিনেমায় নামছেন শিল্পা শেঠির স্বামী
অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী পেশায় ব্যবসায়ী ও শিল্পপতি। বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় তার। জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি।
এ বার সিনেমার পর্দায় সেই অধ্যায় তুলে ধরার পরিকল্পনা তার। তৈরি হতে যাচ্ছে রাজের বায়োপিক। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রাজ নিজেই।
বিজ্ঞাপন
২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজ কুন্দ্রার। এ সিনেমায় রাজ সবচেয়ে বেশি প্রাধান্য দিতে যান তার জেলে থাকার দিনগুলোকে।
সিনেমাটি কে পরিচালনা করবেন, তা এখনও জানা যায়নি। তবে রাজ এতে অভিনয় তো করবেনই, পাশাপাশি প্রোডাকশনের কাজের দিকেও মন দেবেন।
এনএফ