তখন প্রায় মধ্যরাত। দিল্লির এক পানশালার বাইরা ধুন্ধুমার কাণ্ড। সাদা শার্ট পরা এক ব্যক্তিকে ক্রমাগত মারছেন উপস্থিত জনতা। লোকটি মার খেয়েই চলেছেন। আচ্ছা লোকটি দেখতে কী বলিউড তারকা অজয় দেবগনের মতো না? এমনই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকে আবার নিশ্চিত দাবি করেছিলেন, ভিডিওর ব্যক্তি বলিউডে ‘তানাজি’ই। 

সোমবার (২৯ মার্চ) সকাল থেকেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছিল ভিডিওটি। বেলা গড়াতেই সত্যিটা ফাঁস হল। আর সেটা জানানো হল অজয় দেবগনের টিমের পক্ষ থেকে। যেখানে বিবৃতি দেওয়া হয় অজয় দেবগনের পক্ষ থেকে। ভিডিওতে মার খাওয়া ব্যক্তিটি কোনওভাবেই অজয় দেবগন হতে পারে না।

কারণ অজয় দেবগন ‘তানাজি দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমার শুটিংয়ের পর থেকে দিল্লিতেই যাননি। এমনকী সামনে যে সিনেমাগুলো রয়েছে যেমন-‘ময়দান’, ‘মে ডে’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ সেগুলোর শুটিংও মুম্বাইতেই হয়েছে। সুতরাং ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

আরআইজে