আদিপুরুষে সীতাকে ভারতীয় বলায় নেপালিদের ক্ষোভ, প্রদর্শন বন্ধ
‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের জেরে নেপালে সব হিন্দি সিনেমার প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এরই মধ্যে আদিপুরুষ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় নেপালের হাইকোর্ট। তবে কোনোভাবেই নেপালে আদিপুরুষ প্রদর্শন করা যাবে না বলে ঘোষণা করেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ।
আদিপুরুষ সিনেমার একটি সংলাপে জানকিকে (সীতা) ‘ভারতের মেয়ে’ বলে উল্লেখ করা হয়েছে। সেই নিয়েই যত গণ্ডগোল। বাল্মিকীর রামায়ন অনুসারে সীতার জন্ম নেপালের জনকপুরে। যদিও আদিপুরুষের লেখক তেমনটা মানতে নারাজ। সেই নিয়েই বিতর্ক।
বিজ্ঞাপন
আদালতের রায় আসার পর শুক্রবার (২৩ জুন) থেকে কাঠমান্ডুর বেশ কিছু সিনেমা হলে হিন্দি সিনেমা প্রদর্শিত হচ্ছে, তবে আদিপুরুষ নয়। শহরের কিউএফএক্স সিনেমাহলে শুক্রবার স্ক্রিনিং হয় ভিকি-সারার ‘জরা হটকে, জরা বাঁচকে’ সিনেমা।
নেপাল মোশন পিকচার্সের পক্ষ থেকে এদিন আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, দেশটিতে হিন্দিসহ সব ভাষার বিদেশি সিনেমাই চলবে, শুধু আদিপুরুষ দেখানো হবে না। বৃহস্পতিবার পাটান হাইকোর্টের বিচারপতি ধীর বাহাদুর চাঁদের এজলাসে মামলার শুনানি হয়। তিনি স্পষ্ট জানান, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া সিনেমার প্রদর্শন কোনোভাবেই বন্ধ করা যাবে না। কিন্তু তাতেও দমে যাননি কাঠমান্ডুর মেয়র।
বলেন্দ্র শাহ জানান, আদালত অবমাননার দায়ে সবরকম শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত তিনি, তবে কোনোভাবেই দেশে আদিপুরুষের প্রদর্শন চালু করতে দেবেন না। কারণ এটা ‘নেপালের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা’র প্রশ্ন।
নেপালে আদিপুরুষ বন্ধের সিদ্ধান্তের পরপরই নড়েচড়ে বসে টি-সিরিজ। নেপাল সরকারকে চিঠি পাঠিয়ে ক্ষমাও চান নির্মাতারা। কিন্তু তাতেও মন গলেনি বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহর। ফেসবুক পোস্টে শাহ লেখেন, সিনেমার লেখক বলেছেন নেপাল নাকি ভারতের অন্তর্ভুক্ত, এটা থেকেই ভারতের অসাধু উদ্দেশ্য প্রমাণিত। আর তারপরেও সিনেমা প্রদর্শনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অর্থ হলো এটা মেনে নেওয়া যে নেপাল ভারতের অন্তর্গত। আদালত আর সরকার, দুটোই ভারতের ক্রীতদাস।
আদিপুরুষে রামের চরিত্রে দেখা মিলেছে প্রভাসের, লক্ষ্মণের ভূমিকায় দেখা গিয়েছে সানি সিং ও সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতি শ্যানন। আর লঙ্কাধিপতি রাবণ হিসাবে দেখা গিয়েছে সাইফ আলী খানকে। এই সিনেমায় হনুমানের মুখের একাদিক সংলাপ নিয়েও তৈরি হয়েছে বিতর্কে। চাপের মুখে পড়ে সেগুলো বদল এনেছেন নির্মাতারা। জানা যায়, ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে আদিপুরুষ। সমালোচনা আর বিতর্কের মুখে পড়ে হু হু করে কমছে সিনেমার আয়। দর্শক টানতে শেষমেশ টিকিটে বড়সড় ছাড় ঘোষণা করেছেন নির্মাতারা, তাতেও হলমুখী হচ্ছে না দর্শক।
মুক্তির প্রথম দিন যেখানে ভারতে ১০০ কোটির বেশি ব্যবসা হাঁকিয়েছিল এই সিনেমা, সেখানে অষ্টম দিনে সংগ্রহ দিনপ্রতি ৩ কোটিতে নেমে এসেছে। ‘রামায়ণ’ বিবৃতির অভিযোগে বিদ্ধ গোটা টিম। তবে প্রাথমিক উন্মাদনায় ভর করে ইতোমধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ৪০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে আদিপুরুষের ব্যবসা। এখন দেখার অপেক্ষা অন্তত সিনেমা তৈরির বাজেট ওঠে কী না বক্স অফিস থেকে।
কেএ