‘আদিপুরুষ’ নিয়ে নেগেটিভ রিভিউ, মার খেলেন যুবক
ভারতে মুক্তি পেয়েছে ‘বাহুবলি’ অভিনেতা প্রভাসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দেখে নানা প্রতিক্রিয়া প্রকাশ করছে দর্শকরা।
তবে এরই মধ্যে এক যুবক ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে নেগেটিভ রিভিউ দেওয়ার কারণে মারধরের শিকার হয়েছেন। প্রভাস ভক্তরা তার উপর আক্রমণ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
বিজ্ঞাপন
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, সমালোচক ওই যুবক বলেন, প্রভাসের সঙ্গে এটি ঠিক যায় না। ‘বাহুবলি’ সিনেমায় প্রভাস ছিলেন একজন রাজার মতো, তার ছিল রাজকীয়তাও। ‘আদিপুরুষ’ সিনেমায় ওম রাউত প্রভাসকে ঠিকমতো দেখাতে পারেননি। এসব কথা শেষ হওয়ার পরই আশেপাশের লোকজন তাকে মারধর করেন।
ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। সিনেমাটিতে রাবণ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।
তিন ভাগে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। সিনেমার সেটে আগুন লাগে। তবে সব সংকট কাটিয়ে মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমা।
এনএইচ