সুস্মিতার ভাইয়ের সংসার ভাঙল
অবশেষে ভেঙেই গেল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেন ও চারু অসোপার সংসার। দীর্ঘদিনের দাম্পত্য কলহের পর বৃহস্পতিবার (৮ জুন) আইনিভাবে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছে এই দম্পতি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রাজিব সেন জানান, তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে।
বিজ্ঞাপন
এদিকে রাজিব ইনস্টাগ্রাম স্টোরিতে চারুর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বিদায় বলার কিছু নেই। দুজন মানুষ পরস্পরের হাত ধরে রাখতে পারেনি, এটুকুই। ভালোবাসা থাকবে। আমরা আমাদের সন্তানের কাছে সবসময়ই বাবা-মা হয়ে থাকব।’
রাজিব ও চারুর বিয়ে হয় ২০১৯ সালে। এরপর ২০২১ সালের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান।
বিয়ের কয়েক বছরের মধ্যেই এই দম্পতি একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেন। রাজিবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেন চারু। অন্যদিকে চারুর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেন রাজিব। এসব নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি।
অভিনয় ক্যারিয়ারে চারু অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন বড় পর্দায়ও।
এনএইচ