বিয়ে না করেই দুবার অন্তঃসত্ত্বা, অর্জুনের প্রেমিকাকে কটাক্ষ

তিন বছরের ব্যবধানে দুবার অন্তঃসত্ত্বা হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকা গেব্রিয়েলা দেমেত্রিয়াদেস। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর গেব্রিয়েলাতেই মজেছেন অর্জুন। যদিও এখনো বিয়ের পর্ব চুকায়নি এ জুটি।

সম্প্রতি গেব্রিয়েলা দেমেত্রিয়াদেস একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে তার বেবি বাম্প স্পষ্ট। হবু মায়ের চেহারা মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। সেই ছবি দেখে বলিপাড়ার একাংশ থেকে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ হলেও নেটপাড়ার একাংশের মনে ধরেনি। তার কারণ, অর্জুন রামপালের সঙ্গে গেব্রিয়েলার এখনো বিয়ে হয়নি। সেই প্রসঙ্গ উত্থাপন করেই কটাক্ষ করতে ছাড়লেন না অর্জুন রামপালের প্রেমিকাকে।

এক নেটিজেনের মন্তব্য, ‘আরে আপনারা বিয়ে করবেন কবে? আপনি ভারতে থাকেন। আপনার জন্মভূমিতে (দক্ষিণ আফ্রিকা) নয়। এই আপনাদের মতো লোকেরাই যুবপ্রজন্মের মন-মানসিকতা নষ্ট করে দিচ্ছে।’

তবে এমন কটাক্ষ নজর এড়ায়নি গেব্রিয়েলা দেমেত্রিয়াদেসের। অতঃপর পাল্টা কথা শোনাতেও ছাড়লেন না তিনি। মন্তব্যের জবাবে গেব্রিয়েলা লেখেন, ‘নিচু মনের ধর্মান্ধদের দিয়ে এখানে মানসিকতা নষ্ট হচ্ছে, সুন্দর প্রাণকে পৃথিবীর আলো দেখিয়ে নয়।’

এর আগে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন রামপাল জানিয়েছেন যে, ‘আমরা লিভ-ইন সম্পর্কেই ভালো আছি। আমাদের সন্তান আরিককে বড় করে তুলছি। আমাদের সম্পর্কের প্রমাণের জন্য একটা কাগজের টুকরোর দরকার নেই।’

কেএইচটি