আজ (বৃহস্পতিবার) ভোরে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় বলিউড অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিক। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৬ বছর বয়সেই জীবনাবসান হয় বর্ষীয়ান এই অভিনেতার। সামাজিকমাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনেতা অনুপম খের।

মৃত্যুর একদিন আগেও উপস্থিত ছিলেন জাভেদ আখতারের হোলির অনুষ্ঠানে। সেখানে পুরোটা সময়জুড়ে ছিলেন হাসিখুশি ও প্রাণোচ্ছ্বল। অথচ মাত্র একদিন পরেই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন পরপারে। অভিনেতা সতীশ কৌশিকের দেহাবসান হলেও বেঁচে থাকবেন তার অভিনীত বেশ কিছু চরিত্রে। জেনে নিন সদ্যপ্রয়াত এই অভিনেতার স্মরণীয় ৫ চরিত্র সম্পর্কে।

জানে ভি দো ইয়ারোঁ

বলিউডের কাল্ট সিনেমা হিসেবে পরিচিত ‘জানে ভি দো ইয়ারোঁ’। এই ছবিতে সতীশ কৌশিক শুধু অভিনয়ই করেননি, বিধু বিনোদ চোপড়া, সুধীর মিশ্রর সঙ্গে ছবির জন্য সংলাপও লিখেছিলেন তিনি।  

মিস্টার ইন্ডিয়া

অনিল কাপুর ও শ্রীদেবীর হিট ছবির ‘ক্যালেন্ডার’কে দর্শকরা মনে রাখবে। সেই সময় অনিল-শ্রীদেবীর মতো স্টার ‘মিস্টার ইন্ডিয়া’য় থাকলেও আলাদা করে নজর কেড়েছিলেন সতীশ কৌশিক।

দিওয়ানা মাস্তানা

‘দিওয়ানা মাস্তানা’ ছবির ‘পাপ্পু পেজার’কে দর্শকরা ভুলবেন কী করে! অনিল কাপুর ও গোবিন্দা অভিনীত এই ছবিতে পাপ্পু পেজারকে বাদ দিয়ে সিনেমাটি কল্পনাও করা যায় না।

রাম লক্ষ্মণ

‘রাম লক্ষ্মণ’ ছবিতে ‘কাশীরাম’ চরিত্রে নজর কেড়েছিলেন সতীশ কৌশিক। ছবিতে অভিনেতার কমিক রিলিফ মাতিয়ে রেখেছিল দর্শকদের।

মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি

অক্ষয় কুমারের সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল সতীশ কৌশিককে। ছবিতে ‘চান্দা মামা’র চরিত্রে কৌশিকের অভিনয় শক্তি জুগিয়েছিল অক্ষয়কে।

উল্লেখ্য, ১৯৫৬ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন সতীশ কৌশিক। অভিনেতা হিসেবে ইন্ডাস্টিতে পা রাখলেও বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন পরিচালক হিসেবেই। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে ‘হাম আপকে দিলমে রেহতি হ্যায়’, ‘মুঝে কুচ কেহনা হ্যায়’, ‘তেরে নাম’, ‘কাগজ’ উল্লেখযোগ্য।