আলিয়ার ‘চাদঁনি’ লুকে মত্ত নেট দুনিয়া
করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আলিয়া ভাট। এই মুহূর্তে সিনেমাটির শেষ গানের শ্যুটিং চলছে। গানটির শুটিংয়ের জন্য বর্তমানে কাশ্মিরে অবস্থান করছেন আলিয়া। সেখানে লাল পোশাকে কাজল নয়না আলিয়ার ছবি মনে ঝড় তুলেছে অনুরাগীদের।
আলিয়া এবং রণবীর সিংহের জুটি বরাবরই পছন্দের দর্শকদের। প্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে কাশ্মিরের মাটিতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাদের ক্যামেরাবন্দি ছবিতেই করণ, আলিয়া ও রণবীরকে একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। অনুরাগীদের তোলা সেই সব ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিজ্ঞাপন
করণ জোহর বলেন, স্পেশাল ট্রিবিউট এই গানটিতে আলিয়ার লুকটি শ্রীদেবীর আইকনিক ‘চাদঁনি’ লুক থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে।
বেশ কিছুদিন অবসরের পর আবার বড় পর্দায় পরিচালনায় ফিরছেন করণ জোহর। নতুন এই রোম্যান্টিক ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ও রণবীর। তবে এদের ছাড়াও এই ছবিটিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী জয়া বচ্চন, ধর্মেন্দ্র ও শাবানা আজমিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বাঙালি অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল রকি অউর রানী কি প্রেম কাহানি। তারপরে তা পিছিয়ে যায় এপ্রিল মাসে। তবে শেষ পর্যন্ত এই বছর জুলাই মাসের ২৮ তারিখে মুক্তি পেতে চলেছে রকি অউর রানি কি প্রেম কাহানি। নিজেদের সোশ্যাল মিডিয়ায় এ কথা পোস্ট করে জানিয়েছেন আলিয়ারা।
মা হওয়ার পর এটি আলিয়ার প্রথম সিনেমা। করণ জোহরের হাত ধরে এবছর বড় পর্দায় ফিরছেন তিনি। গতবছর পর পর মেগাহিট সিনেমা দিয়েছেন তিনি। ‘গঙ্গুবাঈ’ বক্সঅফিসে দারুণ সাফল্য পায়। সেই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করে আলিয়ার ‘ডার্লিংস’।
অপর দিকে রণবীর সিংহের ‘৮৩’ যতটা প্রচার পেয়েছিল ততটা সাফল্য পায়নি। তাই রকি অউর রানি কি প্রেম কাহিনি নিয়ে আশাবাদী রণবীরও।
কেএ