দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ঘোষণা করা হয়েছে। যেখানে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘কাশ্মীর ফাইলস’। 

এই সিনেমার জন্য বহুমুখী অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অনুপম খের। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। সঙ্গে স্বামী রণবীর কাপুরের তরফ থেকে ‘ব্রহ্মাস্ত্র’-র সেরা অভিনেতার পুরস্কারও নেন তিনি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার অনুষ্ঠিত হয়।

অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ঋষভ শেট্টি তার কন্নড় সিনেমা ‘কান্তারা’র জন্য  সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন। 

বরুণ ধাওয়ান তার ‘ভেড়িয়া’ চলচ্চিত্রের জন্য সমালোচকদের নির্বাচনে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। টেলিভিশন বিভাগে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত অনুপমা জিতেছেন ‘টেলিভিশন সিরিজ অফ দ্য ইয়ার’ পুরস্কার।

প্রবীণ অভিনেত্রী রেখাকে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়েছে বিশেষ সম্মান। সংগীত শিল্পে অসামান্য অবদানের জন্য পুরস্কার জিতেছেন হরিহরন।

দেখে নিন পুরস্কারের তালিকা:

সেরা চলচ্চিত্র: কাশ্মীর ফাইলস

সেরা পরিচালক: আর বাল্কি (চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট)

সেরা অভিনেতা: রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র: পার্ট ১)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)

মোন্ট প্রমিসিং অ্যাক্টর: ঋষভ শেট্টি (কান্তারা)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: মনীশ পল (যুগ যুগ জিয়ো)

চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান: রেখা

সেরা ওয়েব সিরিজ: রুদ্র- দ্য এজ অফ ডার্কনেস

সমালোচকদের মতে সেরা অভিনেতা: বরুণ ধাওয়ান (ভেড়িয়া)

বছরের সেরা চলচ্চিত্র: আরআরআর

বছরের সেরা টেলিভিশন সিরিজ: অনুপমা

বছরের সবচেয়ে বহুমুখী অভিনেতা: অনুপম খের (কাশ্মীর ফাইলস)

টেলিভিশন সিরিজে সেরা অভিনেতা: ফানা- ইশক মে মারজাওয়া জন্য জাইন ইমাম

টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: নাগিনের জন্য তেজস্বী প্রকাশ

সেরা পুরুষ গায়ক: মাইয়া মাইনুর জন্য সচেত ট্যান্ডন

সেরা নারী গায়িকা: মেরি জানের জন্য নীতি মোহন

সেরা চিত্রগ্রাহক: বিক্রম ভেদা-র জন্য পিএস বিনোদ

সঙ্গীত শিল্পে অসামান্য অবদান: হরিহরন

অন্য দিকে, ইনস্টাগ্রাম স্টোরিতে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড নিয়ে আপত্তি জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। বিজয়ীদের তালিকা কেমন হতে পারত নিজের পছন্দমতো তা জানিয়েছেন তিনি। সঙ্গে দাবি করেন, ‘নেপো মাফিয়ারা’ স্বতঃস্ফূর্ত অভিনেতাদের ক্যারিয়ার ধ্বংস করছে। 

কেএ