বলিউডে পা রাখছেন রাভিনার মেয়ে রাশা
বলিউড তারকাদের সন্তানদের বলিউডে আসা যেন নিয়মিত ঘটনা। সাম্প্রতিক সময়েও বলিউডে পা রাখছেন একের পর এক তারকা সন্তান। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা।
জানা গেছে, মাত্র ১৭ বছর বয়সেই পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশার। ইতোমধ্যেই অভিষেক তার আপকামিং সিনেমার জন্য সম্প্রতি রাশাকে সাইন করিয়েছেন বলেও শোনা যাচ্ছে। যদিও সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি।
বিজ্ঞাপন
শোনা যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনকে এই সিনেমায় রাশার বিপরীতে দেখা যাবে। থাকছেন অজয়ও। তিনি এই সিনেমায় অদেখা এক লুকে হাজির হবেন।
বলিউড সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের সেরা লঞ্চ হতে চলেছে আমান-রাশা জুটি। এই দুই স্টার কিডের প্রথম সিনেমা কেমন হয় সেটা সময়ই বলে দেবে।
সূত্র: বলিউড বাবল