বাবাকে নিয়ে তর্ক, কাঁদলেন সাজিদ
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’র নতুন পর্বে আবারও নাটকীয় মোড়। সাজিদ খানের সঙ্গে এবার তর্কে জড়ালেন অর্চনা গৌতম। নিজেদের মধ্যে ঝামেলা করতে করতে বাবা-মাকেও টেনে আনলেন দুই প্রতিযোগী। অর্চনা যখন সাজিদের বাবার নাম নেন, সাজিদও ধৈর্য হারান। শোয়ের সঞ্চালক সালমান খানকে ডাকতে চান। স্বীকারোক্তি না মিললে খাবারও মুখে তুলবেন না বলে জানান তিনি।
এরপর সাজিদ কাঁদতে শুরু করেন। বাবার কথা বলতে থাকেন। ভাগ করে নেন যন্ত্রণার অতীত। তার কথায়, ‘বাবা যখন চলে গিয়েছিল, আমার ১৪ বছর বয়স। আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য চেয়েছি, কিন্তু আমায় ফিরিয়ে দেওয়া হয়েছে। চাকরকে দিয়ে বলে পাঠিয়েছে, তারা বাড়ি নেই। আমি চলে এসেছি কাঁদতে কাঁদতে, কী করব বুঝতে পারছিলাম না। আমার মামার বাড়ির আত্মীয়রা সাহায্য করেছিল। তাতেই শেষ বিদায় দিতে পেরেছিলাম বাবাকে।’
বিজ্ঞাপন
সাজিদ আরও বলেন, ‘চোখের সামনে বাবাকে শেষ হয়ে যেতে দেখেছি অতিরিক্ত মদ খাওয়ার জন্য। যকৃৎ ফেটে গিয়েছিল বাবার। চোখ-মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। যিনি একমাত্র সে সময় পাশে দাঁড়িয়েছিলেন, তিনি সালমান খানের বাবা সেলিম খান।’
সাজিদ জানান, সেলিম খান এসে হাতে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন। তাই দিয়ে দু’মাস খাবার কেনেন আর বিদ্যুতের বিল মেটান তিনি।
সূত্র : আনন্দবাজার
কেএইচটি