বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ‘মিমি’ ছবিতে সিঙ্গেল মাদার চরিত্রে চমৎকার অভিনয় করে এ বছর ফিল্মফেয়ার-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন। ধীরে ধীরে সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। মেয়ের এমন কৃতিত্বে বেশ খুশি মা গীতা শ্যানন।

সম্প্রতি কৃতি শ্যানন ও বরুণ ধাওয়ান তাদের আসন্ন ‘ভেড়িয়া’ সিনেমার প্রচারণায় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর মঞ্চে আসেন। এদিন মঞ্চে মা স্পেশাল ‘থ্যাঙ্ক ইউ মা’ চলছিল। মাকে উৎসর্গ করে একে একে গান পরিবেশন প্রতিযোগীরা। সেখানেই মাকে নিয়ে স্মৃতিচারণা করেন কৃতি।

কৃতি জানান, একবার যখন সে তার বাবা-মায়ের ঘরে শুভ রাত্রি বলতে গিয়েছিল, তার মা তাকে থামিয়ে দিয়ে তার প্রশংসা করেছিলেন এই বলে, ‘তুমি একজন ভালো মেয়ে এবং তুমি জীবনে ভালো করেছো।’ তিনি আরও বলেন, ‘পুরস্কার পেয়ে আমি কখনো কাঁদিনি কিন্তু আমার মা যখন আমাকে উৎসাহিত করেছিলেন তখন আমি কেঁদেছিলাম।’

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘ভেড়িয়া’ ছবিটি। এতে ডা. আনিকা কোঠারি চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। অমর কৌশিক পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দীপক দোবরিয়াল, অভিষেক ব্যানার্জি, পালিন কাবাক প্রমুখ।

কেএইচটি