৩৫ বছর পর একসঙ্গে ফিরছেন কমল-মণিরত্নম
নিজের ৬৮তম জন্মদিনের আগে আগেই নতুন সিনেমার ঘোষণা করলেন তামিল কিংবদন্তি অভিনেতা কমল হাসান। ছবিটি নির্মাণ করবেন বরেণ্য নির্মাতা মণিরত্নম। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এ নায়ক-পরিচালক জুটি।
কমল হাসান এবং মণিরত্নম ভক্তদের জন্য বড় খবর। প্রায় ৩৫ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন এই জুটি। নিঃসন্দেহে সিনেমা প্রেমীদের জন্য এটা একটা বড় খবর।
বিজ্ঞাপন
রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় টুইট করে কমল জানিয়েছেন, ‘আবার আমরা একসঙ্গে চলার জন্য প্রস্তুত।’ ছবির নাম এখনও নির্মাতাদের তরফে জানানো হয়নি। তবে ‘কেএইচ২৩৪’ নামই নাকি আপতত ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে। এ ছবির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।
কমল এবং মণিরত্নমের জুটি ফিরছে শুনে নেটিজেনের মন্তব্য, ‘অপ্রত্যাশিত ঘোষণা’। কারো মন্তব্য, ‘দুই কিংবদন্তির পুনর্মিলন।’ কেউ লিখেছেন, ‘অপ্রত্যাশিত। দুই কিংবদন্তি ৩৫ বছর পর একসঙ্গে ফিরেছেন।’
উল্লেখ্য, ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল কমল-মণিরত্নম জুটির ‘নয়াকন’ ছবিটি। এতে মুম্বাইয়ে একজন তামিল গ্যাংস্টারের উত্থানের গল্প ওঠে এসেছিল। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
কেএইচটি