শাবানা আজমিকে খুব হিংসা হতো, বললেন নীনা গুপ্তা
পঞ্চায়েত সিরিজের দ্বিতীয় সিজনে তার অভিনয় মানুষকে মুগ্ধ করেছে। এ সিরিজ দিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। তিনি হলেন নীনা গুপ্তা।
নীনা গুপ্তা জানালেন, তিনি শাবানা আজমিকে দেখে ঈর্ষান্বিত বোধ করতেন।
বিজ্ঞাপন
কেন এমন কথা বললেন এই প্রবীণ অভিনেত্রী? এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একটা সময় শাবানা আজমিকে হিংসা করতাম। কারণ, সেই সময় সিনেমা ও সিরিয়ালে অনেক চরিত্রে অভিনয় করার কথা থাকলেও তার জন্য বাদ পড়েছিলাম। কারণ পরিচালকরা শাবানাকে নিয়ে নিতেন। এমন আরও অনেক অভিনেত্রী আছেন।
২০২০ সালে পঞ্চায়েত সিরিজের প্রথম সিজনে বের হয়। সেইখানে নিজের অভিনয়ে দর্শকদের মন জয় করেছিলেন নীনা গুপ্তা।
এনএফ