ভারতীয় সিনেমার দুই মহারথী শাহরুখ খান ও সালমান খান। একজনকে বলা হয় কিংব অব বলিউড, আরেকজন বলিউডের ভাইজান। সিনেমার সাফল্যের নিরিখে ভক্তরা তাদের নিয়ে তর্ক-বিতর্কে মেতে থাকে। কে বেশি জনপ্রিয়, কার সাফল্য বেশি, এসব নিয়ে চর্চা চলছে যুগ যুগ ধরে।

কিন্তু বাস্তব জীবনে শাহরুখ-সালমান ভীষণ ভালো বন্ধু। এসআরকে যেমন অকপটেই স্বীকার করেন ভাইজান ও তার পরিবারের কাছ থেকে পাওয়া ভালোবাসা-সহযোগিতার কথা, আবার সালমানও স্পষ্টভাষ্যে বলে দেন, ‘শাহরুখ আমার ভাই’।

কেবল ভারত নয়, গোটা বিশ্বেই শাহরুখ-সালমানের ভক্ত ছড়িয়ে রয়েছে। সেই ভক্তদের কাছে এই তারকাদ্বয়ের একটি স্থিরচিত্রই অনেক বড় উপহার। যার প্রমাণ আরও একবার পাওয়া গেল।

শনিবার (২৬ মার্চ) সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ও সালমান দু’জনেই নিজ নিজ ছবি পোস্ট করেছেন। বলাই বাহুল্য, মুহূর্তের মধ্যে সেই ছবি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভক্তদের হৃদয় তোলপাড় করে বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়েছে।

প্রথমে সালমান খান পোস্ট করেন তার দুটি ছবি। তাতে দেখা যায়, মাথায় হ্যাট পরে পানিতে গলা পর্যন্ত ডুবে আছেন। বোঝাই যাচ্ছে, ছবিটি তার ফার্মহাউজে তোলা। পোস্ট করার পর মাত্র তিন ঘণ্টায় শুধু ইনস্টাগ্রামেই ১ মিলিয়নের বেশি রিঅ্যাকশন পড়েছে এই ছবিতে।

এরপর আরও বড় চমক হয়ে দেখা দেন শাহরুখ খান। বহুল আকাঙ্ক্ষিত ‘পাঠান’ লুকে ছবি পোস্ট করেন তিনি। ছবিটিতে দেখা যায়, খালি গায়ে দুটি দড়ি ধরে দাঁড়িয়ে আছেন কিং খান। তার চোখে সানগ্লাস, লম্বা চুল আর সিক্সপ্যাক অ্যাবস। মুহূর্তেই ছবিটি ঝড় তুলে দেয় সোশ্যাল মিডিয়ায়।  

ছবিটির ক্যাপশনে বাদশাহ লিখেছেন, ‘শাহরুখকে কিছুটা থামাতে পারলেও পাঠানকে কীভাবে থামাবে? অ্যাপস ও অ্যাবস সব বানাবো।’

মাত্র এক ঘণ্টাতেই শাহরুখের ছবিটির রিঅ্যাকশন ছাড়িয়ে যায় ১ মিলিয়ন! বলাই বাহুল্য, বলিউড বাদশাহকে এমন চমকপ্রদ রূপে দেখে যারপরনাই খুশি ভক্তরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই ‘পাঠান’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশিত হয়। সেখানে জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনকে দেখা গিয়েছিল। আর শাহরুখ থেকেছেন ঝাপসা আলো-আঁধারিতে। এবার স্পষ্টভাবে পাঠান রূপে দেখা দিলেন। তাই ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি।

‘পাঠান’ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি। অন্যদিকে সালমান ব্যস্ত আছেন ‘টাইগার থ্রি’র কাজে। তিনিও কয়েকদিন আগে সিনেমাটির ঘোষণা দিয়েছেন। বরাবরের মতো টাইগারের সঙ্গী ক্যাটরিনা। এটি মুক্তি পাবে আগামী বছরের ২৩ এপ্রিল।

কেআই