১ ঘণ্টা বোবা থেকে দর্শকদের মুগ্ধ করলেন ফারহান
একজন বাক-প্রতিবন্ধী মানুষ কতটা সংগ্রাম করে বেঁচে থাকেন সেই গল্প নিয়ে ভালোবাসা দিবসে নির্মাণ হয়েছে নাটক ‘হৃদ মাঝারে’। মাহমুদ মাহিনের গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।
সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়ার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মুশফিক আর ফারহান। নাটকটিতে বাক-প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বিজ্ঞাপন
মুশফিক আর ফারহান বলেন, ‘এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। প্রায় ৬১ মিনিটের নাটকে একজন বোবার চরিত্রে অভিনয় কঠিন ব্যাপার। যখন আমার হাতে স্ক্রিপ্ট আসে তখনই মনে হয়েছিল চ্যালেঞ্জিং কাজ।’
চরিত্রটির জন্য কীভাবে প্রস্তুত হলেন এমন প্রশ্নে ফারহান জানান, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছিল শুটে একজন ইন্সট্রাক্টর থাকবে। কারণ সব সাইন ল্যাঙ্গুয়েজ আমার জানা নেই। কিন্তু শুটিংয়ে যাওয়ার আগে আসলে কাউকে পাওয়া যাচ্ছিল না। তারা খুব বেশি টাকা চাচ্ছিল। ফলে ইউটিউব থেকে সাইন ল্যাঙ্গুয়েজগুলো বের করে পারফর্ম করতে হয়েছে। কাজটা খুব চ্যালেঞ্জিং ছিল। মনের কথাগুলো ভাষায় যেভাবে প্রকাশ করতে পারি সেটা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো কঠিন। তবে উপভোগও করছি। নাটকটা করার পর যারা কথা বলতে পারে না তাদের কষ্টটা মন থেকে অনুভব করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘এখন অবধি অনেক মানুষ নাটকটা দেখেছে। যে পরিমাণ সাড়া পাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রির পরিচালক, শিল্পীদের কাছ থেকে ফোন পাচ্ছি। সবাই আমার অভিনয়ের প্রশংসা করছেন। অনেক রিভিউ পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে। দেশের বাইরে থেকেও সাড়া পাচ্ছি। এখন মনে হচ্ছে, শুটিংয়ের সময় কষ্টটা করতে হয়েছে সেটা সার্থক হয়েছে।’
মুশফিক আর ফারহান আর জানিয়েছেন, ভালোবাসা দিবসের আরও প্রকাশ পেয়েছে তার অভিনীত ‘ডিয়ার ভ্যালেন্টাইন’, ‘মনের সাথী’, ‘তুমি আসবে বলে’। সেই নাটকগুলোর জন্যও ভালো সাড়া পাচ্ছেন তিনি।
আরআইজে