সন্ধ্যা মুখার্জির মৃত্যুতে স্মৃতিকাতর রুনা লায়লা
নিভে গেছে বাংলা গানের সন্ধ্যা-প্রদীপ। গীতশ্রী খ্যাত বরেণ্য কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। কলকাতার একটি হাসপাতালে সপ্তাহ তিনেক ভর্তি থাকার পর হার মেনেছেন মৃত্যুর কাছে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে পশ্চিমবঙ্গে শোকের মাতম। সেই শোকের ছায়া পাখনা মেলেছে বাংলাদেশেও। কেননা বাংলা গানেই ধ্রুবতারার মতো উজ্বল সন্ধ্যা। আধুনিক বাংলা গানের পথ দেখিয়েছেন যারা, তিনি তাদেরই একজন।
বিজ্ঞাপন
নন্দিত এই শিল্পীর প্রয়াণে শোকাহত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বাংলাদেশের এই গায়িকা ঢাকা পোস্টের কাছে শেয়ার করেছেন সন্ধ্যার সঙ্গে জড়িয়ে থাকা কিছু স্মৃতির কথা।
রুনা লায়লা বলেন, “চ্যানেল আই আমাকে আজীবন সম্মাননা দিয়েছিল কলকাতায়। সেই সম্মাননা ওনার হাত থেকে পেয়েছিলাম। জি বাংলা টিভির অনুষ্ঠানে বিচারক হয়েছিলাম আমি। একটা পর্বে গজল পরিবেশন করেছিলাম। প্রচারের পর তিনি আমাকে বলেছিলেন, ‘তোমার ফোন নম্বর আমার কাছে থাকলে আমি তোমাকে সাথে সাথেই ফোন করতাম অভিনন্দন জানানোর জন্য। এত সুন্দর করে গাওয়ার জন্য।”
সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করে শেষে রুনা লায়লা বললেন, ‘আমার শ্রদ্ধা আর প্রণাম রইল তার জন্য’।
উল্লেখ্য, বাথরুমে পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর গত ২৭ জানুয়ারি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। এরপর শুরু হয় তার শ্বাসকষ্টের সমস্যা। দুটি ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল নন্দিত গায়িকার। চিকিৎসকরা নিবিড়ভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরলেন না সন্ধ্যা।
কেআই