রেহান রাসুলের সঙ্গে অবনী মাহবুবের ‘রংমিলান্তি’
ভালোবাসা দিবস উপলক্ষ্যে ‘রংমিলান্তি’ শিরোনামে একটি গান নিয়ে হাজির হচ্ছেন এই সময়ের জনপ্রিয় গায়ক রেহান রাসুল ও গায়িকা অবনী মাহবুব। আগামীকাল (সোমবার) ভিডিও আকারে এটি উন্মুক্ত করা হবে ইউটিউবে অবনী মাহবুবের নিজস্ব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
বিজ্ঞাপন
রেহান বলেন, ‘সাজিদ ভাই আর অলি ভাইয়ের সঙ্গে এই অসাধারণ সৃষ্টিটি আমার খুব ভালো লেগেছে। গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি খুব খুশি। অবনী আর আমি চেষ্টা করেছি নিজেদের সেরা কাজটি দিতে। আশা করছি সংগীতপ্রেমী সবাই পছন্দ করবেন।'
অবনী বলেন, ‘আমার অত্যন্ত পছন্দের সুরকার, গীতিকার ও সংগীতশিল্পীর সঙ্গে কাজটি করতে পেরে আমি খুব আনন্দিত। তারা তিনজনই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির সেরাদের মধ্যে অন্যতম। আমি আশাবাদী গানটি যারা শুনবেন পছন্দ করবেন।'
‘রংমিলান্তি’র গানচিত্রের শুটিং হয়েছে ভারতে। নির্মাণ করেছেন আদিত্য পাল। এতে অভিনয় করেছেন মুকুল কুমার জানা ও পিহু সেন গুপ্ত।
গানটি বাংলাদেশের মোবাইল অ্যাপে ছাড়াও খুব শিগগিরই পাওয়া যাবে স্পটিফাই, আই টিউন্সসহ অনেকগুলো অ্যাপে।
আরআইজে