হোক সেটা নীল সমুদ্রের বিস্তীর্ণ সৈকত, হোক তা নিজের ঘরের বেডরুম কিংবা বাথটাব; সবখানেই শরীরী উত্তাপ ছড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন পূজা ব্যানার্জি। বাঙালি এই অভিনেত্রী মূলত টালিউডে কাজ করেন।

পর্দায় অন্যসব অভিনেত্রীর মতোই সাজসজ্জায় হাজির হন পূজা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি অনেকটাই বোল্ড, সাহসী। খোলামেলা ছবি দিয়ে নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন।

সম্প্রতি সমুদ্রে অবকাশ যাপনে গেছেন পূজা। সেখানেই স্বল্প পোশাকে হয়েছেন ক্যামেরাবন্দি। আবেদনময়ী ছবিগুলো যখন শেয়ার করেন ইনস্টাগ্রামে, মুহূর্তেই তা নেটিজেনের নজর কেড়ে নেয়। হাজার হাজার রিঅ্যাকশন, মন্তব্য জমা হয় তার পোস্টে।

তারও কিছুদিন আগে বাথটাবে শুয়ে ছবি দেন পূজা। যেখানে দেখা যায়, শুভ্র ফেনার মাঝে গভীর চাহনীতে চেয়ে আছেন অভিনেত্রী। তার বুক অব্দি ঢাকা রয়েছে ফেনায়। বাকিটা উন্মুক্ত। এ ছবিতে প্রায় লাখ খানেক রিঅ্যাকশন পড়েছিল।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দ্বিতীয়বার বিয়ে করেছেন পূজা ব্যানার্জি। তবে বর একজনই। তার নাম কুনাল বার্মা। আগে তারা আইনি বিয়ে সেরেছিলেন। এরপর সংসার শুরু করেন। তার ঘর আলো করে আসে সন্তান। ছেলে হওয়ার পর ফের ধুমধাম আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন পূজা-কুনাল।

পূজা ব্যানার্জি মূলত কলকাতার সিনেমা ও হিন্দি সিরিয়ালে অভিনয় করেন। ২০০৮ সালে তিনি ‘কাহানি হামারি মুহাব্বাত কি’ সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এর দুই বছর পর অভিনেত্রী নাম লেখান সিনেমায়। তার প্রথম সিনেমা তেলেগু ভাষার ‘ভিদু থেডা’। ২০১২ সালে ‘মাচো মাস্তানা’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় পূজার। এরপর তাকে দেখা গেছে ‘চ্যালেঞ্জ ২’, ‘লাভেরিয়া’, ‘রকি’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হইচই আনলিমিটেড’ ইত্যাদি সিনেমায়।

কেআই