গত ২৭ জানুয়ারি কলকাতার বাংলা সংবাদ চ্যানেলের এক তরুণ সাংবাদিককে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওপার বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। এ নিয়ে বিতর্কের মুখে পড়েন জীবনমুখী গানের এই গায়ক। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে সমালোচনার ঝড়।

এ ঘটনায় কবীর সুমনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন বিজেপি নেতা সজল ঘোষ।

অবশেষে এ বিষয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের বাসভবনে সাংবাদিকদের কাছে নিজের ব্যাখা তুলে ধরেন কবীর সুমন।

তিনি জানান, সম্ভবত সাতাশে জানুয়ারি এক ব্যক্তি তাকে রিপাবলিক টিভি থেকে ফোন করেছিল। তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। শুধুমাত্র টেলিফোনে কথা হয়েছিল। কোন মঞ্চ থেকে বা কোন সভা থেকে প্রকাশ্যে তিনি কোনও মন্তব্য করেননি, তৃতীয় কোনও ব্যক্তির সামনে ওই সাংবাদিককে গালিগালাজ করেননি। তিনি তাকে বলেননি যে, তার কল রেকর্ড করছেন। এরপর সেই রেকর্ডিং তিনি সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও যে প্রকাশ করবেন, তা তিনি জানতেন না। এর চেয়ে বেশি আর কিছু বলতে চান না তিনি।

এর আগে এই ঘটনা নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন (রোববার রাতে) ফেসবুক পোস্টে শ্লেষাত্মক ক্ষমা বিবৃতি পোস্ট করেন কবীর সুমন। তবে মন থেকে তিনি অনুতপ্ত এমন কোনও ভাব তার ওই পোস্টে ছিল না। এর ঘণ্টা কয়েকের মধ্যেই অবশ্য তিনি জানিয়েছিলেন- ‘যা করেছি বেশ করেছি, আমি অনুতপ্ত নই’।

সবশেষ সাংবাদিকদের বাসায় ডেকে কথা বললেন। এখন দেখার বিষয় এই বিতর্ক কোথায় গিয়ে থামে।

আরআইজে