তাশরীফের ‘সারপ্রাইজ গোলাপ’ হাসি ফোটাল তাদের মুখে
তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। নিজের গড়া ব্যান্ড ‘কুঁড়েঘর’সহ এরইমধ্যে নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। নিয়মিত গানের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়কে কণ্ঠে ধারণ করেই এতদূর এসেছেন এই গায়ক। পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিয়মিত।
নতুন বছর উপলক্ষে তাশরীফের একটি উদ্যোগ নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। শনিবার (৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তাশরীফ।
বিজ্ঞাপন
সেখানে দেখা যায়, পথশিশু, ভিক্ষুক, রকশাচালক, নিরাপত্ত কর্মী, দোকানি থেকে শুরু করে রাস্তায় চলাচলকারী স্বল্প আয়ের ও অসহায় মানুষকে একটি করে লাল গোলাপ উপহার দিচ্ছেন এই তরুণ। সবচেয়ে আকর্ষণীয় দিক সেই গোলাপের সঙ্গে একটি করে ৫০০ টাকার নোটও পেঁচিয়ে দিয়েছেন তিনি। যা ওই মানুষদের মনে বাড়তি আনন্দ যুগিয়েছে। মুখে ফুটিয়েছে রাজ্যের হাসি। গোলাপের সঙ্গে অকল্পনীয়ভাবে হঠাৎ ৫০০ টাকার নোটটি পেয়ে তারা কতটা যে খুশি হয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারছেন না।
‘ইচ্ছে পূরণ’ এবং ‘আমরা চাইলেই সম্ভব’ প্রজক্টের মাধ্যমে অনেক আগে থেকেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই সংগীতশিল্পী। এবার নতুন বছর উপলক্ষে নেন এই ব্যতিক্রমী উদ্যোগ।
তাশরীফ বলেন, ‘তাদের খুশিতে নিশ্চই সৃষ্টিকর্তাও খুশি হয়। তাদের জন্য কিছু করতে পারলে আমার আনন্দ লাগে। এবার নতুন বছরের শুরুতে প্রতিটি লাল গোলাপ ফুলে ৫০০ টাকা পেঁচিয়ে কিছু মানুষকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। এটি পাওয়ার পর তাদের আনন্দ আমাকে বেশ প্রশান্তি দিয়েছে।’
উল্লেখ্য, কয়েক বছর আগে একক প্রচেষ্টায় ব্যান্ড ‘কুঁড়েঘর’ দাঁড় করান তাশরীফ। এখন পর্যন্ত ৮৫টির বেশি মৌলিক গান প্রকাশ করেছে ব্যান্ডটি। প্রতিটি গানই অল্প সময়ের মধ্যে শ্রোতা জনপ্রিয়তা পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের প্রশংসায় ভাসছে তাশরীফের সেসব গান।
পাশাপাশি প্রশংসা কুড়াচ্ছে মানুষকে সহায়তা করার লক্ষ্যে তার ব্যতিক্রমী প্রজেক্ট ‘ইচ্ছে পূরণ’। এই প্রজক্টের মাধ্যমে গরিব, অসহায়, পথশিশু আর ভিক্ষুকদের একদিনের ইচ্ছে পূরণ করে থাকেন তাশরীফ। এছাড়া ‘আমরা চাইলেই সম্ভব’ প্রজেক্টের মাধ্যমে ডোনেশন কালেক্ট করে ‘তাশরীফ স্কোয়াড’র মাধ্যমে প্রায় ১৪ শ’ পরিবারকে সাহায্য করেছেন তিনি। ভবিষ্যতে একটি এতিমখানা ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চান তাশরীফ।
আরআইজে