‘চলে গেলেন সৃজিত!’ লিখলেন পরিচালক নিজেই
বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। টুইট করে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এবার সৃজিতের সাদাকালো ছবিতে ছেয়ে গেল নেটপাড়া। ক্যাপশনে লেখা ‘চলে গেলেন সৃজিত মুখার্জি।’
তবে একটু ভালো করে দেখলেই চোখে পড়বে, নিচে লেখা ‘আইসোলেশন’ শব্দটি। রোববার সকাল থেকে এই মিমে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এই মজার আসরে নামেন সৃজিতও।
বিজ্ঞাপন
আরও পড়ুন : সৃজিত ভাগ্যবান, মিথিলার মতো বউ পেয়েছেন: অনিন্দ্য
ছবিটি নিজের সব সোশ্যাল পেজে পোস্ট করেন তিনি। যেখানে বড় বড় অক্ষরে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখার্জি’। ছবির নিচের বামদিকে ছোট করে লেখা, ‘আইসোলেশন’। অর্থাৎ আইসোলেশন চলে গেছেন পরিচালক।
এই ছবি দেখে গায়ক রূপম ইসলাম লিখেছেন, ‘এটা অন্য লেভেল’! সৃজিতের এই ছবিতে কমেন্ট করেছেন পরিচালক সুব্রত সেনও।
করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আপাতত আসোলেশনে আছেন সৃজিত। সেখান থেকেই ভার্চুয়াল রসিকতায় মাতলেন তিনি।
আরও পড়ুন : বউ বদল! মিথিলার সঙ্গে শ্রীজাত, সৃজিতের সঙ্গে দূর্বা
এদিকে সৃজিতের সঙ্গে ওইদিন করোনা আক্রান্তের খবর আসে পরিচালক সুমন মুখার্জি ও সুরকার জিৎ গাঙ্গুলির। এছাড়াও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক শতরূপা সান্যাল। ঋতাভরী চক্রবর্তীর মা তিনি।
এমএইচএস/আরআইজে