নেটফ্লিক্সের সেরা ১০ অ্যাকশন সিনেমা
নেটফ্লিক্স খুললেই হাজারো সিনেমার পসরা। ঘরে বসে নিজের পছন্দমত যে কোনো ঘরানার সিনেমা উপভোগ করতে পারেন দর্শক। এরমধ্যে অ্যাকশন সিনেমার দর্শক সবসময় একটু বেশি। তবে অজস্র সিনেমার ভিড়ে কোন সিনেমাটি দেখবেন সেই দ্বিধায় পড়াটাই স্বাভাবিক। এই লেখায় উল্লেখ করা হলো নেটফ্লিক্সের সেরা ১০টি সিনেমা সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক-
আইপি ম্যান
উইলসন ইয়িপ পরিচালিত ‘আইপি ম্যান’ মুক্তি পায় ২০০৮ সালের ১২ ডিসেম্বর। অভিনয়ে ছিলেন ডনি ইয়েন, লিন হাং, ডেনিস টো, সিউ ওং ফ্যান, সাইমন ইয়্যাম। নির্মাণে ব্যয় হয় ২১.৮৯ মিলিয়ন ডলার। আইএমডিবি রেটিং ৮।
বিজ্ঞাপন
দ্য সিজ অব জ্যাডোটভিলি
রিচি স্মিথ পরিচালিত ‘দ্য সিজ অব জ্যাডোটভিলি’ মুক্তি পায় ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর। প্রযোজনা করেন অ্যালান মলোনেই। অভিনয়ে ছিলেন জেমি ডোম্যান, মার্ক স্ট্রং, জ্যাসন ও মারা, স্যাম কিলি, মাইকেল পার্সব্র্যান্ডট। আইএমডিবি রেটিং ৭.২।
দ্য নাইট কামস ফর আস
টিমো টিজাহজান্টো পরিচালিত ‘দ্য নাইট কামস ফর আস’ মুক্তি পায় ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর। প্রযোজনায় ছিলেন টিমো টিজাহজান্টো, কিমো স্ট্যামবোয়েল, নিক স্পাইসারম মাইক উইলুয়ান। আইমডিবি রেটিং ৭।
দ্য ওল্ড গার্ড
গিনা প্রিন্স বাইদউড পরিচালিত ‘দ্য ওল্ড গার্ড’ মুক্তি পায় ২০২০ সালের ১০ সেপ্টেম্বর। গ্রেগ রুকা ও লিয়ান্দ্রো ফার্নান্দেজের দ্য ওল্ড গার্ড উপন্যাস অবলম্বনে নির্মিত এটি। এতে অভিনয় করেছেন শার্লিজ থারোন, বেথ কনো, ডানা গোল্ডবার্গ, এ.জে.ডিক্স, ডন গ্র্যাংগার। আইএমডিবি রেটিং ৬.৬।
দ্য ফাইভ ব্লাডস
স্পাইক লি পরিচালিত ‘দ্য ফাইভ ব্লাডস’ মুক্তি পায় ২০২০ সালের ১২ জুন। অভিনয়ে ছিলেন স্পাইক লি, কেভিন উইলমট, পল দে মেও। নির্মাণে ব্যয় হয় ৪৫ মিলিয়ন ডলার। আইএমডিবি রেটিং ৬.৫।
হুইলম্যান
জেরেমি রুশ পরিচালিত ‘হুইলম্যান’ মুক্তি পায় ২০১৭ সালের ২০ অক্টোবর। সিনেমাটোগ্রাফার ছিলেন জুয়ানমি আজপিরোজ। অভিনয়ে ছিলেন ফ্র্যাংক গ্রিলো, চাইতিন কার্মিচায়েল, গ্যারেট দিলাহান্ট, ওয়েন্ডি মনিজ, স্ল্যানি। আইএমডিবি রেটিং ৬.৪।
দ্য লাভ বার্ডস
মাইকেল শল্টার পরিচালিত ‘দ্য লাভ বার্ডস’। সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালের ২২ মে। প্রযোজনার দায়িত্বে ছিলেন অ্যারোন আব্রামস, মার্টিন গেরো, ব্রেন্ডন গল, জর্ডানা মল্লিক, টম লাসালি। অভিনয় করেন অ্যারন আব্রামস, মার্টিন গেরো ও ব্রেন্ডন গল। নির্মাণে ব্যয় হয়েছে ১৬ মিলিয়ন ডলার। আইএমডিবি রেটিং ৬.১।
কোড ৮
জেফ চ্যান পরিচালিত ‘কোড ৮’ মুক্তি পায় ২০১৯ সালের ১৩ ডিসেম্বর। অভিনয়ে করেন রবি অ্যামেল, স্টিফেন অ্যামেল, অ্যারন আব্রামস, কারি ম্যাটচেটস, গ্রেগ ব্রিক। আইএমডিবি রেটিং ৬.১।
দ্য ওয়ান্ডারিং আর্থ
ফ্র্যান্ট গো পরিচালিত ‘দ্য ওয়ান্ডারিং আর্থ’ মুক্তি পায় ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি। বক্স অফিসে আয় করে ৭০০ মিলিয়ন ডলার। নির্মাণে ব্যয় হয়ছিল ৫০ মিলিয়ন। অভিনয়ে করেন অ্যাংগেল ঝাও, কু চুক্সিয়াও, ইয়ু জিং। আইএমডিবি রেটিং ৬।
এইচএকে/এমআরএম