স্কটিশ পপশিল্পী ও প্রযোজক সোফি জিওন আর নেই। শনিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে পূর্ণচন্দ্র দেখতে গিয়ে পা পিছলে পড়ে যান সোফি। স্থানীয় সময় ভোর ৪টায় গ্রিসের অ্যাথেন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।

গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর অফিসিয়াল টিম। যা প্রকাশ পেয়েছে ডিজে মগের বরাতে।

সেই বিবৃতিতে বলা হয়, নতুন সাউন্ডের একজন অগ্রপথিক সোফি জিয়ন। গত দশকের অন্যতম প্রভাবশালী একজন শিল্পী তিনি। কেবল উদ্বাবনী এবং সৃজনশীল গানই তিনি উপহার দেননি তার গানে মুক্তির বার্তাও ছিল।’

পুরো নাম সোফি জিওন হলেও ভক্তমহলে সোফি নামেই বেশি পরিচিত ছিলেন এই শিল্পী।

২০১৮ সালে প্রকাশ পায় সোফির প্রথম একক অ্যালবাম ‘অয়েল অব এভরি পিয়ারলস আন-ইনসাইডস’। এর আগে ২০১৫ সালে তিনি ম্যাডোনার সঙ্গেও কাজ করেছিলেন। ‘বিচ আই’এম ম্যাডোনা’ গানটি তিনি ম্যাডোনার সঙ্গে প্রযোজনাও করেছিলেন।

সামাজিক মাধ্যমগুলো সোফির স্মৃতিতে শ্রদ্ধা জানায়। একজন টুইটারে লেখেন, ‘সোফি ছিলেন একজন সত্যিকারের অনুপ্রেরণাদায়ী। পৃথিবী একজন মুক্তির আইকনকে হারিয়েছে। আমরা বিধ্বস্ত।’

আরআইজে