ক্যালেন্ডার বলছে, ঠিক এক মাস আগে প্রকাশিত হয়েছে ‘অ্যাশেজ’ ব্যান্ডের নতুন গান ‘আমি বদলে যাব’। এরই মধ্যে গানটি জায়গা করে নিয়েছে শ্রোতাদের হৃদয়ে। বেজে চলছে ভক্তদের ঠোঁটে। আবার ব্যান্ডটি যখন লাইভ কনসার্টে এটি গাইছে, তখন শ্রোতারাই সমস্বরে কণ্ঠ মেলাচ্ছেন।

শুধু তাই নয়, ইউটিউবে চোখ রাখলে দেখা যায়, এ গানের ভিউয়ার্স প্রায় ১২ লাখ। ব্যান্ডের গানে এত অল্প সময়ে এমন শ্রোতাপ্রিয়তা খুব কমই দেখা যায়। কিন্তু ব্যান্ডটির নাম যখন ‘অ্যাশেজ’, তখন বলতে হয়- এমনটা তো হওয়ারই ছিল।

বদলে যাবার গান প্রকাশের ঠিক এক মাস পর ব্যান্ডটির প্রধান-ভোকাল জুনায়েদ ইভান জানালেন ভক্তদের জন্য নতুন বছর উপলক্ষে তারা চমক নিয়ে আসছেন। কী সেই চমক? জানতে ঢাকা পোস্ট যোগাযোগ করে তার সঙ্গে।

ইভান বললেন, “নতুন আরেকটি গান প্রকাশ করতে যাচ্ছি আমরা। এটা আমাদের ‘অন্তঃসার শূন্য’ অ্যালবামের পঞ্চম গান। আসবে নতুন বছরের শুরুতেই। অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে। কিন্তু গানটির নাম এখনই প্রকাশ করতে চাচ্ছি না। এটাও একটা সারপ্রাইজ হিসেবে থাক। প্রকাশের দিন অথবা তার আগের দিন নাম জানাবো।’’

দীর্ঘ এক বছরের বেশি সময় পর ‘আমি বদলে যাব’ গানটি প্রকাশ হয়েছিল। সেক্ষেত্রে নতুন গানটি অনেকটাই দ্রুত আসছে। এ বিষয়ে জুনায়েদ ইভান বলেন, “করোনার কারণে লম্বা সময় ধরে গান প্রকাশ করতে পারিনি। এখনো আমাদের বেশ কিছু গান প্রস্তুত হয়ে আছে। যেগুলো গত চার বছরে আমরা তৈরি করেছি। এক মাস, দুই মাস পরপর ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশের মাধ্যমে ‘অন্তঃসার শূন্য’ অ্যালবামটি শেষ করার পরিকল্পনা আছে।”

বরাবরের মতো এই গানটিও লিখেছেন ও সুর করেছেন জুনায়েদ ইভান। মিক্স-মাস্টারিং করছেন রাফসান। পৃষ্ঠপোষকতায় আছে ব্যান্ডটির অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার ‘ইউ’।

প্রসঙ্গত, করোনার বিরতি কাটিয়ে গত অক্টোবরে কনসার্টে ফিরেছে ‘অ্যাশেজ’। এরপর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি। এ ব্যান্ডের লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কীবোর্ড), ওয়াহিদুজ্জামান তুর্য (বেজ গিটার)।

কেআই