কাল থেকে দেখা যাবে মোশাররফ করিমের ‘বউ দৌড়’
আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’। গ্রামীণ পারিবারিক আবহে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। মানস পালের রচনায় এটি পরিচালনা করেছেন সামস্ করিম।
তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শামীম জামান, নওশীন ইসলাম দিশা, শতাব্দী ওয়াদুদ, রিমি করিম, সমাপ্তি মাশুক, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, শহিদুল্লা সবুজ, রোদেলা মির্জা, শরীফ হোসেন ইমন, স্বর্ণলতা, জীবন রায়, এ্যাথেনা অধিকারী, ম আ সালাম, শেলী আহসান, সফিক হোসেন দিলু, হান্নান শেলি, সেলজুক ত্বারিক, আমের, শখোরিয়া মন্ডল প্রমুখ।
বিজ্ঞাপন
নির্মাতা জানান, ‘নাটকটি একটি জীবন্ত চলমান আবহে তৈরি। মানুষের জীবনের প্রতিটি পর্যায় ধাপে ধাপে দেখা যায়। এখানে মানুষের জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, হাসি-কান্না, ঝগড়া-বিবাদ, আত্মকলহ, প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা, মায়া-মমতা, আত্মীয়তা-শত্রুতা, দ্বন্ধ-বিসংবাদ, সামাজিক অবক্ষয় ও প্রতিকারের চেষ্টা, সবই গুচ্ছ আকারে আবদ্ধ একটি দৃশ্যমালা। সব মানুষই তার জীবনের কোন অংশের ছায়া খুঁজে পাবে তাতে। ভাল-মন্দ, উত্থান-পতন সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। অনুরুপ সংশ্লিষ্টতা আমরা নাটটিকে খুঁজে পাবো।’
সপ্তাহে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।
আরআইজে