সরাসরি কনসার্ট করতে গিয়ে নানা রকম অভিজ্ঞতার মুখোমুখি হন সংগীতশিল্পীরা। কখনো আপত্তিকর, কখনো আবেগঘন ঘটনার সাক্ষী হন। তবে ভারতের গুজরাটি গায়িকা উর্বশী রাড্ডিয়ার ক্ষেত্রে ঘটে ব্যতিক্রম ব্যাপার। তিনি গাইতে গেলে প্রায়শই টাকার ঝড়ে কবলিত হন!

সম্প্রতি এক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন উর্বশী। হারমোনিয়াম বাজিয়ে তিনি গান পরিবেশন করছিলেন। এমন সময় হুট করেই এক ভক্ত স্টেজে উঠে পড়েন। তার হাতে এক বালতি টাকা। সবগুলো টাকা তিনি ঢেলে দিলেন উর্বশীর মাথার উপর।

এই ঘটনার ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। যদিও গায়িকা উর্বশী এতে বিচলিত হননি। নিজের পরিবেশনাও থামাননি। কেননা তিনি এরকম ঘটনা আগেও দেখেছেন।

এর আগেও একাধিকবার গান করতে গিয়ে বিপুল টাকা উপহার পেয়েছিলেন তিনি। তবে এসব অর্থ গায়িকা নিজে ব্যবহার করেন না। কোনো অসহায়-দুস্থ পরিবারে দান করে দেন।

উল্লেখ্য, ১৯৯০ সালে গুজরাটে জন্মগ্রহণ করা উর্বশী রাড্ডিয়া মাত্র ছয় বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন। তিন বছর ক্লাসিক্যাল মিউজিকের ওপর তালিম নিয়েছেন তিনি। স্টেজে ক্লাসিক্যালের পাশাপাশি ফোক গান গেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তিনি।

কেআই