রাজধানী ঢাকার একটি বাড়ি। এর একটি ফ্ল্যাটে থাকে একদল ব্যাচেলর মেয়ে। তাদের কর্ত্রী হিসেবে আছেন সেলিনা আন্টি। সবসময় তাদের নানাবিধ ঝগড়া, ঝামেলায় অতিষ্ট বাড়িওয়ালা ও অন্য ভাড়াটিয়ারা।

এমনই সময়ে ওই বাড়িতে এসে ওঠে এক দল ব্যাচেলর ছেলে। যেন আগুনের পাশে ঘিয়ের আগমন। ব্যাচেলর ছেলে বনাম ব্যাচেলর মেয়ের মধ্যে শুরু হয় নানা তিক্ত-মিষ্টি ঝগড়া, খুনসুটি। কখনো কেউ ডিম ছুঁড়ে মারল, তো কেউ টিকটক নিয়ে অপমান করল! এসব নিয়ে বাড়িওয়ালা আরও দিশেহারা হয়ে পড়ে।

এক পর্যায়ে এই বাক-বিতণ্ডা চূড়ান্ত রূপ নেয়। গল্প মোড় নেয় অন্যদিকে। সেই মোড় জানার জন্য দেখতে হবে নাটক ‘ফাঁপরবাজি’। হাস্যরসাত্মক ঘটনা প্রবাহ নিয়ে নাটকটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। একঝাঁক তরুণকে দেখা যাবে এর দৃশ্যে।

নাটকের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন আরফিন জুনায়েদ। তার বিপরীতে আছেন জেবা জান্নাত। নাটকটির দৃশ্যে তাদের মধ্যে মজাদার দ্বন্দ্ব দেখা যাবে।

এতে অভিনয়ের কথা জানিয়ে তরুণ অভিনেতা আরফিন জুনায়েদ বললেন, ‘এটা আমার জন্য একটি বড় প্রজেক্ট। চেষ্টা করেছি নিজের চেষ্টা ও মেধার সমন্বয় করতে। আশা করি এর মাধ্যমে আমার আগামীর পথচলা সুগম হবে।’

এই নাটকের গল্প ও চিত্রনাট্য সাজিয়েছেন রায়হান রনি। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন রতন রহমান। চিত্রগ্রহণ করেছেন জয় আব্রাহাম। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাহিন মৃধা, নাঈম খান তুর্য, নিপুন আহমেদ, জয় আহমেদ, রতন রহমান, আঞ্জুমান মুন, মেঘলা মারিয়া, সাবরিনা, মিমো প্রমুখ।

জানা গেছে, শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। পাশাপাশি আমার এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

কেআই