আজকের জয়টা আমাদের খুব দরকার: বুবলী
টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ। নিভু নিভু আশাটুকু বাঁচিয়ে রাখতে হলে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এ অবস্থায় আজ মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই ম্যাচ এবং বাংলাদেশ দলের প্রতি নিজের প্রত্যাশা, ভালোলাগা-ভালোবাসার কথা ঢাকা পোস্টকে জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ক্রিকেটপাগল এই নায়িকার মতে খুব শিগগিরই আবার ব্যাটে-বলে ঘুরে দাঁড়াবে মাহমুদউল্লাহর দল। ছিনিয়ে আনবে কাঙিক্ষত বিজয়।
বিজ্ঞাপন
বুবলী বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ম্যাচ থাকলে আমি সব সময়ই দেখার চেষ্টা করি। কারণ ক্রিকেটের প্রতি আমার আলাদা একটা উন্মাদনা কাজ করে। এবারের টি-২০ বিশ্বকাপে দল প্রত্যাশা মেটাতে না পারায় একটু খারাপ তো লাগছেই। কারণ বিশ্বকাপের আগেও বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করছিল। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জিতেছিল। তখন মাহমুদউল্লাহ ভাইয়ের নেতৃত্ব থেকে শুরু করে সবার পারফরমেন্সে দারুণ খুশি হয়েছিলাম। সে ধারবাহিকতায় দলের কাছে বিশ্বকাপে আমাদের প্রত্যাশাটাও ছিল বেশি।’
এই নায়িকার ভাষ্যে, ‘আমরা বাঙালিরা তো সব সময়ই আবেগপ্রবণ। সেই আবেগের জায়গার আরও গভীরভাবে জুড়ে আছে ক্রিকেট। সেখান থেকে দল খারাপ করলে সবার মধ্যেই হতাশা কাজ করে। আর আমরা তো পরপর তিন ম্যাচ হারলাম। দুটি ম্যাচ খুব কাছে গিয়ে হারায় বেশি কষ্ট লেগেছে। দল এবং দলের বাইরে নানান আলোচনা-সমালোচনা হচ্ছে। একমাত্র জয়ই পারে আমাদের এই দুঃসময় থেকে সামনে নিয়ে যেতে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচ নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান এই নায়িকা, ‘তামিম ভাই তো এবারের বিশ্বকাপ খেলছেন না। তার ওপর সাকিব ভাই, সাইফউদ্দিন, সোহান ইনজুরির কারণে আজ খেলছে পারছেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তারা থাকলে দলের শক্তি আরও বৃদ্ধি পেতো। দক্ষিণ আফ্রিকাও কিন্তু খুব একটা ফর্মে নেই। তাই আমি আজকের ম্যাচটি নিয়ে খুব আশাবাদী। আমার মনে হয় বাংলাদেশ আজ নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবে। আজকের জয়টা আমাদের খুব দরকার। কারণ এই ম্যাচ জিতলে পরের ম্যাচটা আমরা আরও ভালো খেলব। বিশ্বকাপে টিকে থাকারও কিছুটা সম্ভাবনা থাকবে।’
সংবাদ পাঠিকা থেকে জনপ্রিয় নায়িকা হওয়া বুবলী আরও বললেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু অনেক প্রেশার নিয়ে খেলছে। ভালো করতে না পারায় মিডিয়া, সামাজিক মাধ্যম, বোর্ড সব কিছুর প্রেশার তাদের ওপর। আমি চাই সেসব প্রেশারকে তুড়ি মেরে বাংলাদেশ আজ দুর্দান্ত পারফর্ম করে সবাইকে নিজেদের শক্তি দেখিয়ে দিক। সবচেয়ে বড় কথা ভালো দুটি ম্যাচ দিয়ে বিশ্বকাপ শেষ করতে পারলে সামনের পাকিস্তান সিরিজে তা দলের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবে। নিশ্চয়ই তারা আবার ঘুরে দাঁড়াবে, আমাদের বিজয়ের আনন্দে ভাসাবে।’
আরআইজে