শিরোনামহীনের কাছে অর্ধশত কনসার্টের অফার!
গত পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ২৫ বছর পূর্ণ করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। করোনার কারণে সিলভার জুবিলির বিশেষ এই সময়ে বিশেষ কোন আয়োজন করতে পারেনি তারা। এছাড়াও মহামারিতে আর সবার মতো দীর্ঘ সময় কনসার্টের বাইরে ছিল ব্যান্ডটি। যা ব্যান্ড সদস্য এবং ভক্তদের মন খারাপের খারাপের কারণ হয়ে দাঁড়ায়।
করোনার ধাক্কা কাটিয়ে আবারও প্রায় স্বাভাবিক হয়েছে সবকিছু। শুরু হয়েছে কনসার্টও। শিরোনামহীনও তাদের ভক্তদের সামনে গান নিয়ে হাজির হচ্ছে। শুধু তাই নয় তরুণ প্রজন্মের পছন্দের এই ব্যান্ডের হাতে রয়েছে বর্তমানে প্রায় অর্ধশত কনসার্টের অফার! ব্যান্ডের দলনেতা ও বেজবাদক জিয়াউর রহমান জিয়া ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জিয়া বলেন, ‘করোনার দুঃসময়কে পেছনে ফেলে আবারও মঞ্চে উঠে শ্রোতাদের সামনে গান করতে পারছি ভেবে ভালো লাগছে। গত ৩০ সেপ্টেম্বর রংপুর মেডিকেল দিয়ে করোনার পর আমরা কনসার্টে ফিরেছি। এরইমধ্যে ৪টি কনসার্ট করেছি। আজ রোববার (৩১ অক্টোবর) আমরা ময়মনসিংহে বাজাবো। এখন গাড়িতে উঠছি।’
তিনি বলেন, ‘বর্তমানে আমাদের হাতে ৪৩টি কনসার্টের অফার রয়েছে। এগুলো দেশের বিভিন্ন অঞ্চলের। এরমধ্যে রয়েছে ঢাকা, খুলনা, জয়পুরহাট, পাবনা, গোপালগঞ্জ, বরিশাল, নরসিংদী, গাজীপুর, সাভার প্রভৃতি অঞ্চল। এদের যাদের সঙ্গে আমাদের মিলবে তাদের কনসার্টগুলো সময় সাপেক্ষে আমরা করব।’
জিয় জানান, সম্প্রতি একটি কনসার্টে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গান করেন তারা। সেখানে উপস্থিত হাজার দর্শক-শ্রোতাও জোরালোভাবে কণ্ঠ ছাড়েন তাদের সঙ্গে। এটি তারা বেশ উপভোগ করেছেন। দর্শক-শ্রোতাদে সঙ্গে এভাবেই একাকার হয়ে সামনের কনসার্টগুলো করতে প্রস্তুত নাগরিক গানের এই কণ্ঠযোদ্ধারা।
আক্ষেপ করে ঢাকা পোস্টের কাছে আরও কিছু কথা শেয়ার করেন জিয়া, ‘কনসার্ট মানুষের খুব প্রিয় এবং জনপ্রিয় একটা কালচার। এটা নিয়ে গত দু বছর কারো মাথাব্যথা ছিলো না, না সরকার না কর্পোরেট রেসপনসিবিলিটি, এটা আমাদের অবাক করেছে। এই শিল্পের সঙ্গে সম্পর্কিত ছোট, বড় সবাই কেমন ছিলো? কিভাবে কেটেছে তাদের এই দু বছরের দিনরাত্রি, কেউ ভাবেনি!’
তার মতে, ‘বাঙালি হুজুগে জাতি। হুজুগ নিয়ে আর ফেসবুক নিয়ে মেতে থাকে, চিল কান নিয়ে গিয়েছে ভেবে চিলের পেছনে ছোটে। বাস্তবতায় চিল নেই, কান কানের জায়গায়, পেট পেটের জায়গায় আর হৃদয় হৃদয়ের জায়গায় থাকে। সেটা সময়মতো না বুঝলেও একসময় সবাই বুঝতে পারে। এই বোঝায় যাতে খুব বেশি দেরি না হয়ে যায়।’
শিরোনামহীনের সদস্যরা হলেন-জিয়াউর রহমান জিয়া (বেজ), কাজী আহমেদ শাফিন (ড্রামস), শেখ ইশতিয়াক (ভোকাল), দিয়াত খান (গিটার), সাইমন চৌধুরী (কি-বোর্ড) ও রায়হান ইসলাম শুভ্র (গিটার, অতিথি)।
আরআইজে