৫৫ বছরের বন্ধুকে হারালাম: আবুল হায়াত
বর্ষীয়ান অভিনেতা ড. ইনামুল হক মারা গেছেন। সোমবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি ছড়িয়ে পড়ার পরই দেশের নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ড. ইনামুল হকের সঙ্গে প্রায় ৫৫ বছরের বন্ধুত্ব ছিল আরেক কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের। ঢাকা পোস্ট-এর সঙ্গে আলাপে তিনি জানালেন, বন্ধুকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন।
বিজ্ঞাপন
বিষাদময় কণ্ঠে আবুল হায়াত বলেন, ‘একটু আগেই খবরটা শুনলাম। আমাদের বন্ধুত্ব ৫০ বছরের বেশি সময়ের, প্রায় ৫৫ বছরের। তাকে নিয়ে আসলে বলার কিছু নেই। একজন বন্ধু হারালাম, নাট্য সতীর্থ হারালাম, একজন ভালো মানুষকে হারালাম। একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেল। এটা কীভাবে পূরণ হবে আমি জানি না।’
জীবদ্দশায় ড. ইনামুল হক অত্যন্ত অঙ্গীকারবদ্ধ এবং সজ্জন মানুষ ছিলেন। সে কথা উল্লেখ করে আবুল হায়াত বলেন, ‘প্রতিশ্রুতি দেয়ার মতো এমন মানুষ ক’জন আছেন! একজন একজন করে চলে যাচ্ছে। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ভালো অভিনেতা ছিলেন। তিনি নাটক, শিল্পী সব কিছুর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন।’
সবশেষে জানতে চাওয়া হয়, বন্ধুর জানাজা কিংবা শেষ শ্রদ্ধায় যাবেন কিনা? জবাবে আবুল হায়াত বলেন, ‘আসলে আমি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছি। খুবই মর্মাহত আমি। তাই যেতে পারব কিনা, এখনো বলতে পারছি না।’
কেআই/আরআইজে