মোদির জন্মদিনে খোঁচা দিলেন নুসরাত!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি সমর্থকরা। অন্য দলের নেতারাও অবশ্য শুভেচ্ছা জানিয়েছেন।
তবে ভিন্নপথে হাঁটলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি। মোদির জন্মদিনে খোঁচা দিতে ভুল করলেন না। টুইটারে অকপটেই বলে দিলেন মনের কথা।
বিজ্ঞাপন
নুসরাত লিখেছেন, ‘বয়স বাড়লে মানুষের বুদ্ধি বাড়ে। আশা করছি, এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গিমিক ত্যাগ করবেন এবং কোটি কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, যারা দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন।’
হ্যাশট্যাগে আরও এক কদম এগিয়ে নুসরাত। মোদিকে আসলে তার জন্মদিনের শুভেচ্ছা জানাননি তিনি, জানিয়েছেন জুমলা দিবসের শুভেচ্ছা! লিখেছেন, ‘জাতীয় জুমলা দিবসে নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা।’
অবশ্য দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে এভাবে কটাক্ষ করার কারণে নেটিজেনদের সমালোচনা সহ্য করতে হচ্ছে নুসরাতকে। অন্তত এই দিনে সুন্দরভাবে শুভেচ্ছা জানানো যেত বলে মনে করছেন তারা। আবার অনেকে নুসরাতের এমন শুভেচ্ছাবার্তার প্রশংসাও করছেন। নুসরাতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা লিখেছেন, ‘একদম ঠিক কথা। মোদিজির উন্নয়ন ব্যাকটেরিয়ার মতো, খালি চোখে দেখা যায় না।’
উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূলে যোগ দেন নুসরাত। সে বছরই তিনি অংশ নেন লোকসভা নির্বাচনে এবং জয়লাভ করেন। পশ্চিমবঙ্গের বসিরহাট আসনের সংসদ সদস্য এ অভিনেত্রী।
কেআই