নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন ছিল ১৫ জানুয়ারি (শুক্রবার)। বিশেষ এই দিনটি আরও স্মরণীয় করে তুললেন তার স্বামী রেজা আমিন সুমন। স্ত্রীর জন্য পুরোনো আদলে একটি দোতালা বাড়ি নির্মাণ করলেন। ঠিক যেনো নব্বই দশকের নাটকের কোনো সেট। প্রথম দেখায় এমনটাই মনে হতে পারে পাঠকদের। 

কিন্তু আদতে এটি জন্মদিনের কেক। যেটি তৈরি হয়েছে পুরোনো বাড়ির আদলে। নির্মাতা চয়নিকা চৌধুরী ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে এমনটা জানান। বিয়ের পর প্রথম জন্মদিন স্ত্রীর। তাই চমকে দিতে এভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করেন রেজা আমিন সুমন। 

দোতালা বাড়ির আদলে জন্মদিনের কেক

শমী কায়সার বলেন, ‘হুমায়ূন আহমেদের নাটক ‘নক্ষত্রের রাত’। ১৯৯৭-৯৮ সালে বেশ জনপ্রিয় হয়েছিল নাটকটি। ডিএফপিতে সেট তৈরি করা হয়েছিল। সেই সেটের আদলে এই কেকটি তৈরি করা হয়। আমি সত্যিই অনেক অবাক হয়েছি। রেজাকে অনেক ধন্যবাদ। চয়নিকাকেও ধন্যবাদ ছবিটি শেয়ার করার জন্য। সবাই দোয়া করবেন।’

‘নক্ষত্রের রাত’ নাটকে অভিনয় করেন শমী কায়সার। মনীষা চরিত্রে সেখানে দেখা গেছে তাকে। নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেন হুমায়ূন আহমেদ।

রেজা আমিন সুমন ও শমী কায়সার

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর শমী কায়সার ও রেজা আমিন সুমন বিয়ে করেন। রাজধানীর ইস্কাটনে শমী কায়সারের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নব্বই দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার। শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের কন্যা তিনি। শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ই-ক্যাব)-এর সভাপতি। 

এমআরএম