বিস্ময়মানব হিসেবে পরিচিত বেয়ার গ্রিলস। কখনো তিনি শেখান গহীন জঙ্গলের ভেতরে টিকে থাকার সংগ্রাম। আবার কখনও নদী-সমুদ্র পাড়ি দিয়ে অজানাকে সামনে নিয়ে আসেন। এই চকচকে পৃথিবীর বাইরে প্রকৃতিক খুব কাছে নিয়ে যান দর্শকদের। এসব রহস্যময় ঘটনা এবার প্রচার করবে নেটফ্লিক্স। 

বেয়ার গ্রিলসের দুটি অ্যাডভ্যাঞ্চার জার্নি দেখানো হবে এই অনলাইন প্লাটফর্মে। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। 

‘অ্যানিমেল অন দ্য লুস : আ ইউ ভার্সেস ওয়াইল্ড’ শিরোনামে প্রথম পর্বটি মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব সম্পর্কে এখনো জানা যায়নি। ৪৫ থেকে ৯০ মিনিটের এই অনুষ্ঠানটি অনেকটা ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর আদলে নির্মাণ করা হয়েছে। 

রহস্যকে ভেদ করার ইচ্ছা বেয়ার গ্রিলসের ছোটবেলা থেকেই। মাত্র ২৩ বছর বয়সে জয় করেছেন এভারেস্ট। সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ব্রিটিশ হিসেবে রেকর্ড গড়েন।

‘অ্যানিমেল অন দ্য লুস : আ ইউ ভার্সেস ওয়াইল্ড’-এর দৃশ্য

২০০৫ সালে ২৪,৫০০ ফুট উঁচুতে প্যারাসুটে উঠে ডিনার করার অবিশ্বাস্য রেকর্ডটাও বেয়ার করেছেন। এছাড়া ২০০৯ সালে ৩৫ বছর বয়সে পৃথিবীর সর্বকনিষ্ঠ চিফ স্কাউট হিসেবে স্কাউট অ্যাসোসিয়েশনে নিযুক্ত হন।

বেয়ার গ্রিলস স্কুলজীবন শেষে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী ছিলেন। তিনি সিকিম অঞ্চলে হিমালয়ে হাইকিং করেন। পরবর্তীকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ইউনাইটেড কিংডম স্পেশাল ফোর্স রিজার্ভে কাজ করেন। স্পেশাল এয়ার সার্ভিসে বেয়ার ১৯৯৬ পর্যন্ত তিন বছর কাজ করেন। 

এমআরএম