৫ লাখ টাকার জন্য ১৮ মাস প্রতারণা করব? প্রশ্ন তৌসিফের
‘নাটকের অভিনেত্রী বানাবেন’- এমন প্রলোভনে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এক তরুণীর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন বলে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিটি করেছেন শামসুন্নাহার কণা নামের ‘ভুক্তভোগী’ তরুণী।
এ বিষয়ে তৌসিফ মাহবুবের প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা পোস্ট-কে তৌসিফ মাহবুব বলেন, ‘আমি বিষয়টিতে মন খারাপ করেছি, আমি মাত্র পাঁচ লাখ টাকা নিয়েছি এটা মানুষ বিশ্বাস করছে। পাঁচ লাখ টাকার জন্য আমি এটা করব? পাঁচ কোটি বা ৫০ কোটি টাকা হতো তাহলে এটা আমার সঙ্গে যায়। একটা মেয়ের সঙ্গে যদি আমি ১৮ মাস ধরে প্রতারণা করেছি, আর পাঁচ লাখ টাকা নিই তাহলে কম হয়ে গেল না? এর জন্য একটা বিজ্ঞাপন করলেইতো হতো আমার।’
বিজ্ঞাপন
ওই তরুণী এক স্টেটমেন্টে বলেছেন, ‘আপনার সঙ্গে ভিডিও কলেও কথা হয়েছে’- এর জবাবে পাল্টা প্রশ্ন করে এ অভিনেতা বলেন, ‘ভিডিওর কথা স্টেটমেন্টে বলেছে, নাকি আপলোড করেছে? এখন আপনি যদি বলেন আমি আপনার বাসায় চুরি করেছি, সেটা আপনার বক্তব্য হতে পারে, প্রমাণিত কিছু হতে পারে না। আর ওতো (কণা) জিডি করেছে, মামলা করেনি। আমার বাসার সামনে যদি খাম্বার লাইট না জ্বলে ওই খাম্বার নামেও আমি জিডি করতে পারব।’
আমার এটাতেই মন খারাপ হচ্ছে, মাত্র পাঁচ লাখ টাকার জন্য ১৮ মাস কষ্ট করব আমি? আমার মাসিক খরচ আছে ৮-৯ লাখ টাকা!
তৌসিফ মাহবুব
অভিযোগকারী পূর্বপরিচিত কি না- এমন প্রশ্নের জবাবে তৌসিফ মাহবুব ঢাকা পোস্ট-কে বলেন, ‘তার সঙ্গে আমার কথা হয়নি। গত কয়েকদিন কল-ম্যাসেজ দিয়ে ডিস্টার্ব করেছে। আমি ব্লক করে দিয়েছি। হয় তো রাগ থেকেই এমনটা করতে পারে।’
এটা কি ফেক আইডি থেকে ঘটেছে কি না- ‘সেরকমই কিছু একটা হয়েছে।’
এর আগে, শনিবার (১৬ জানুয়ারি) শামসুন্নাহার কণা নামের এই তরুণী রাজধানীর হাতিরঝিল তৌসিফ মাহবুবের বিরুদ্ধে এমন অভিযোগে জিডিটি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ফেসবুকে ১৮ মাস পূর্বে পরিচয় হয় শামসুন্নাহার কণার। পরিচিত হওয়ার পর তিনি গত ছয় মাস পূর্বে একটি নম্বরে ২০ হাজার টাকা নেন তরুণীর কাছ থেকে। এরপর তৌসিফ তৃতীয় পক্ষ শাহরিয়ার হোসেনের মাধ্যমে সোনালী ব্যাংক, সাহাপুর শাখা, চাটখিল, নোয়াখালী ৩৪১০০৪৪১ হিসাবের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও তিন লাখ ২০ হাজার টাকা নেন। টাকা নেয়ার পর তৌসিফ তরুণীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। তার ব্যবহৃত সবগুলো নম্বর বন্ধ করে দেন।
জিডির বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঢাকা পোস্ট-কে জানান, এক তরুণী এসে জিডি করেছেন। তিনি অভিযোগ করেছেন অভিনেতা তৌসিফের নাম করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি অভিনেতা কি-না তা আমরা জানি না। তবে এখন পর্যন্ত অভিযোগের কোনো সত্যতা না পাওয়া গেলেও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এই বিষয়ে শামসুন্নাহার কণা বলেন, ‘অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকে আমার পরিচয় হয়। এরপর তিনি আমাকে মডেল বানাবেন বলে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নেন।’
আরআইজে/এফআর