শুধুমাত্র উপস্থাপনা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন কপিল শর্মা। ‘কমেডি নাইট’ ও ‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। বলিউডের তারকাদের সিনেমা প্রচারণা কপিলের শো ছাড়া এখন ভাবা যায় না। 

জনপ্রিয়তা বাড়ার সঙ্গে জীবনযাত্রাতে বিলাসিতার ছোঁয়া লেগেছে। সেটি তার ভ্যানিটি ভ্যাট দেখলেই বোঝা যায়। কাস্টমাইজ করা ভ্যানটি দেখলে চোখ ছানাবড়া অবস্থা হতে পারে। ৫ কোটি রুপির এমন ভ্যান অনেক বলিউড তারকার কাছেও নেই। 

ভ্যানিটি ভ্যানে শয়নকক্ষ

শীতাতপ নিয়ন্ত্রিত এই ভ্যানে রয়েছে বড় টেলিভিশন। এলইডি আলো লাগানো মেঝেতে। অটোমেটিক ডোর লক সিস্টেম রয়েছে এতে। শুটিংয়ের ফাঁকে ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য রয়েছে উন্নত প্রযুক্তির চেয়ার। রয়েছে একটি লবিও। ভেতরে রয়েছে আলাদা একটি কেবিন। 

কেবিনে উন্নত প্রযুক্তির অডিওর ব্যবস্থা রয়েছে। ভ্যানে যত আলো লাগানো রয়েছে সবই রিমোট বা ব্লুটুথের দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।
ভ্যানের বাইরের ডিজাইনও অত্যন্ত আধুনিক। রূপালি রঙের ভ্যানের সঙ্গে কালো কাচ।

ভ্যানিটি ভ্যানের লবি

দিলীপ ছাবারিয়া ডিজাইন করেছেন ভ্যানটি। তিনি বলিউডের অনেক প্রভাবশালী তারকার ভ্যানও ডিজাইন করেছেন। তবে কপিলের মত এমন দামী ভ্যান শাহরুখ খানেরও নেই। তার ভ্যান তৈরি করতে খরচ পড়েছে ৪ কোটি রুপি। 

এমআরএম